কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। ভয়াবহা এই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান প্রায় ২৬ জন। এই ঘটনার ঠিক ১৫ দিন পর অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানকে পাল্টা জবাব দেয় ভারত। তবে তিন দিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত বন্ধ হয় পাক-ভারত সহিংসতা। বিষয়টি নিয়ে বলিউড ও টিভি তারকাদের অনেকেই এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধু তাই নয়, পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকেই। চুপ ছিলেন অনেক তারকা। এমন পরিস্থিতিতে নিজের একটি পোস্ট ডিলিট করে তোপের মুখে পড়েন বলিউড তারকা সালমান খান।
শুরুতে পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন সালমান। এর পরে আবার অপারেশন সিঁদুর নিয়ে নীরবই ছিলেন তিনি। দিনভর বিমান হামলা নিয়েও নীরব ছিলেন, সে বিষয়ে কোনো পোস্টই করেননি ভাইজান। গত ১০ মে বিকেল ৫টায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি একটি পোস্ট করেন। আর সেই পোস্ট দেখা মাত্রই বহু লোকজন ক্ষোভে ফেটে পড়েন।
গত শনিবার রাত রাত ৯টা নাগাদ এক্স হ্যান্ডেলে (টুইটার) সালমান লেখেন, ‘যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ আর এই পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েন ভাইজান। তবে আবার নিজের পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় মানুষের ক্ষোভ দেখে কিছুক্ষণের মধ্যেই নিজের সেঅ পোস্ট ডিলিট করে দেন এই সুপারস্টার। কিন্তু ততক্ষণে বহু নেটিজেন তার পোস্টের স্ক্রিনশট নিয়ে ফেলেন। এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেই মানুষ তার উপর ক্ষোভ উগরে দেন। তাদের মধ্যে এক নেটিজেন সালমানের একটি পুরানো ভিডিও শেয়ার করেন যেখানে তাকে পাকিস্তান সম্পর্কে কথা বলতে দেখা যায়। তবে শুধু সালমানকেই নয়, সেই পোস্টে বলিউডের তিন খানকেও টেনে আনা হয়। কেউ আবার প্রশ্ন করেছেন, ‘গত ৩ দিন কোথায় ছিলেন? যখন পাকিস্তান ভারতের উপর হামলা চালাচ্ছিল।’
একজন নেটিজেন টুইট করেছেন, ‘তথাকথিত ভাই.... মানুষ হয়ে বা না হয়ে.....গত ৪ দিনে উনি কেবল যুদ্ধবিরতির বিষয়ে চিন্তা করতে পারতেন.... উনি যদিও পোস্টটি মুছে ফেলেছেন, তবে আমরা কিন্তু জানি ওর সিনেমাগুলিকে কী করা উচিত...’। আরও একজন লেখেন, ‘অপারেশন সিঁদুর সময় নীরব ছিলেন মেরুদণ্ডহীন সলমন খান যুদ্ধবিরতির বিষয়ে উনি একটি টুইট করেন আবার সেই টুইট মুছেও ফেলেন। লজ্জা হয় না তোমার উপর ভাই’।
সালমানের কাণ্ডে বিরক্ত হয়ে তার এক অনুরাগী লিখে বসেন, ‘তোমার পাগল ভক্ত হিসেবে আমার শুধু একটি অনুরোধ আছে যে ৩ দিন পরে যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ বলে টুইট করার পর আপনি যখন তুমি জানতে পারেন যে পাকিস্তান আবারও আক্রমণ শুরু করেছে তখন আপনি সেই পোস্টটি মুছে ফেলার পরিবর্তে। আপনার উচিত নিজের দেশ ভারতকে সমর্থন করা!’