ঢালিউডের মিষ্টি মেয়ে অধরা খানের আজ জন্মদিন। নায়িকা হওয়ার পর এবারই প্রথমবার দেশের বাইরে জন্মদিন পালন করছেন তিনি। কারণ দুই মাস ধরে কানাডায় অবস্থান করছেন ভ্রমণপিপাসু এই তরুণ নায়িকা। জন্মদিনের পরিকল্পনা জানতে গতকাল রোববার বিকালে মুঠোফোনে তার সঙ্গে কথা বলে দৈনিক বাংলা। তবে অধরা জানালেন, একেবারেই সাদামাটা জন্মদিন পালন করা হবে। কেক কাটা হবে কিনা তাও পরিস্কার করে বলতে পারেননি। এই নায়িকা বলেন, সত্যি কথা বলতে, জন্মদিন নিয়ে কোনো দিনই তেমন কোনো উচ্ছ্বাস কাজ করেনি মনে। জমকালো আয়োজনে দিনটা পালন করাও হয় না তেমন। একজন আর্টিস্ট হিসেবে সবাই সেলিব্রেট করেন- এটা খুব ভালো লাগে। তবে এবার প্রথমবার বিদেশের মাটিতে জন্মদিন। হয়ত দেশে থাকলে যেরকম শুভেচ্ছা পাই, এবার তুলনামূলক কমই পাব। তবে সামাজিক মাধ্যমে ঠিকই চলচ্চিত্র পরিবার ও কাছের মানুষরা জানাচ্ছেন। এরইমধ্যে অনেকেই অগ্রিম শুভকামনাও জানিয়েছেন। এই অনুভূতি অনেক মধুর। এভাবেই আজীবন সবার শুভকামনায় থাকতে চাই।’
অধরা জানান, কানাডায় কিছু কাজ সেরে আরও একমাস পর বাংলাদেশে ফিরবেন। তারপর কাজে ফেরার কথা ভাববেন। তিনি বলেন, আসলে এখন যে পরিবেশ, এই পরিবেশে কাজ করতেও ভয় পাই। তাছাড়া চলচ্চিত্রের অবস্থাও নাজুক। যে কারণে কয়েকটি ছবির প্রস্তাব পেয়েও কাজ করিনি। আমার সবশেষ অভিনীত সিনেমা ‘ঋতুকামিনী’। গত জন্মদিনেও এই ছবির শুটিং করেছি। গুনী পরিচালক জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমায় আমার বিপরীতে রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। দারুণ অভিজ্ঞতা। নতুন সিনেমার গল্প আমার বেশ ভালো লেগেছে। ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে।’
‘ঋতুকামিনী’ সিনেমায় গ্রামের একটি সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অধরা। অধরা বলেন, এটি নন গ্ল্যামার একটি চরিত্র। এটি আমার জীবনযাপনের বিপরীত।’ এছাড়া অচিরেই মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর আরেকটি সিনেমা ‘দখিনো দুয়ার’। আরেক খ্যাতিমান পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ড এই ছবিটি নির্মাণ করেছেন। এটাও গ্রামীণ প্রেক্ষাপটের ছবি। দুই ছবি নিয়েই বেশ আশাবাদ ব্যক্ত করেন অধরা খান।