বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহরুখের নতুন ইতিহাস গড়ার দিন

  • বিনোদন ডেস্ক   
  • ৫ মে, ২০২৫ ১১:৩১

বলিউডের ‘কিং খান’ বলে কথা। ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনো ভারতীয় পুরুষকে এই ফ্যাশন যজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ। যদিও এই খবর প্রকাশে আসে গত মাসের ১১ তারিখ। তবে নতুন খবর হচ্ছে এবার ঘনিয়ে এসেছে সেই ক্ষণ। আজ সোমবারই ইতিহাস গড়ে নতুন মাইলফলক স্পর্শ করবেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে এধরনের বিশ্বমানের ইভেন্টে অংশ নিতে চলেছেন বলিউড বাদশা। আজ সোমবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেট মেট গালায় পা রাখতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত হতে চলেছে সেই অনুষ্ঠান। তার আগে গতকাল রোববার সকালে নিউ ইয়র্ক বিমানবন্দরে নামেন কিং খান। সঙ্গে ম্যানেজার পূজা দাদলানি।

এদিকে বলিউড কিং সেখানে যাচ্ছেন, সেই খবর পৌঁছে যায় সেদেশে বসবাসকারী প্রবাসী অনুরাগীদের মধ্যেও। একারণে গতকাল সকাল থেকেই শাহরুখকে দেখতে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের অপেক্ষা করছিলেন বেশকিছু অনুরাগী। পরনে সাদা টি-শার্ট আর ধূসর জ্যাকেট, এদিন এমনই ছিমছাম লুকেই বিমানবন্দরে পা রাখেন অভিনেতা।

টার্মিনালে উপস্থিত অনুরাগীরা শাহরুখকে এক ঝলক দেখেই আনন্দিত হয়ে ওঠেন। এক মহিলা অনুরাগী এসে ‘কিং’ খানের গলা জড়িয়ে ধরেন। শাহরুখ খানও বাধা দেননি বা নিরাপত্তারক্ষীকেও সরিয়ে দিতে বলেননি। সাদরে গ্রহণ করে সেই মহিলা অনুরাগীর উষ্ণ অভ্যর্থনা। টার্মিনাল থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও এক অনুরাগীর সঙ্গে আন্তরিক তবে কিছুটা দ্রুত করমর্দন করতেও যায় বলিউড সুপারস্টারকে। সেই ছবি ও ভিডিও উঠে এসেছে অভিনেতার ফ্যান পেজে।

মেট গালার অনুষ্ঠানে কিং খান শাহরুখ কী পোশাকে দেখা দেবেন? বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফ্যাশন রেড কার্পেটে শাহরুখ কী পরবেন তা নিয়ে লোকজনের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে জানা গেছে, ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাক পরবেন বলিউড বাদশা। যে পোশাক শিল্পীর জন্য কি না আজ বিশ্বব্যাপী ভারতীয় স্টাইল এবং কারুশিল্প প্রশংসিত হচ্ছে, মেট গালায় তারই ডিজাইনার পোশাকে সাজবেন শাহরুখ।

তবে শুধু শাহরুখই নন এবার মেট গালায় অভিষেক হতে চলেছে হবু মা, অভিনেত্রী কিয়ারা আদভানির। শোনা যাচ্ছে, গৌরব গুপ্তার একটি কাস্টম পোশাকে দর্শকদের সামনে হাজির হবেন কিয়ারা। এছাড়াও এবার প্রথমবারের জন্য মেট গালায় দেখা যাবে গায়ক অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে। আজকের এই মেট গালা চলতি বছরের সবচেয়ে গ্ল্যামারাস রাতগুলো মধ্যে একটি হবে বলে আশা করা হচ্ছে।

প্রনঙ্গত, ১৯৪৮ সালে নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন। বর্তমানে মেট গালাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা। ধীরে ধীরে বিস্তৃতি ঘটে এই অনুষ্ঠানের।

চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা থেকে রাজনীতি জনপ্রিয় বেশ কিছু মুখকে প্রতি বছর দেখা গিয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই অংশ নিতে পারেন মেট গালায়। ২০২৩ সাল পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার মার্কিন ডলার। যা বর্তমানে বেড়ে হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।

এবারের মেট গালার পোশাক কোড হল ‘টেইলর্ড টু ইউ।’ এই অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন গায়ক ফ্যারেল উইলিয়ামস, অভিনেতা কোলম্যান ডোমিঙ্গো, এফ ১ চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন, এবং ‘ভোগ’-এর প্রধান সম্পাদক আনা উইন্টুর।

এ বিভাগের আরো খবর