বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চমকে দিলেন মোশাররফ করিম

  • বিনোদন প্রতিবেদক   
  • ৫ মে, ২০২৫ ১১:১৩

টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষ এ তারকা দীর্ঘদিন ধরেই নাম-ভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন। পাশাপাশি নানান রঙে, নানা ঢংয়ে দেখা যায় তাকে। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘চক্কর’ ভিন্ন একটি চরিত্র দেখা গেছে এই অভিনেতাকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্যরূপে হাজির জয়ে সবাইকে রীতিমতো চমকে দিলেন এই অভিনয়শিল্পী। অবাক করা লুকে মোশাররফ করিমকে দেখা গেছে- চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে- দেখে বোঝা যাচ্ছে, ক্রোধে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা। এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। ‘ইনসাফ’ ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন মোশাররফ করিম।

গতকাল রোববার সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় এই মোশাররফ করিম সবার সামনে আসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’ যদিও পরিচালক আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ‘ইনসাফ’ সিনেমার নায়ক শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। আর এ সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর।

গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ‘ইনসাফ’ ছবির ফার্স্ট লুক পোস্টার। তখন দেখা গিয়েছিল, হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’ সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতায় এবার এল মোশাররফ করিমের পরিচিতি। তবে এ সিনেমায় মোশাররফ করিম নেতিবাচক না ইতিবাচক চরিত্রে আছেন, সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে নীরবেই শুরু হয়েছে ‘ইনসাফ’-এর শুটিং। এখন চলছে শেষ সময়ের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘ইনসাফ’। বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। ‘ইনসাফ’ প্রযোজনায় আছে তিতাস কথাচিত্র। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় এসেছে প্রতিষ্ঠানটি। সঙ্গে রয়েছে টিওটি ফিল্মস।

এ বিভাগের আরো খবর