প্রথমবার প্রযোজক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তার সঙ্গে সহকারী প্রযোজক হিসেবে আছেন প্রযোজক শুভম। তাদের প্রযোজিত সিনেমাটি আগামী ৯ মে মুক্তি পাচ্ছে। প্রযোজক হিসেবে কেমন করবেন সামান্থা- এমন কৌতুহল দক্ষিণী সিনেমাপাড়ায়। তবে জীবনের প্রথম প্রযোজনার সিনেমা নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। ছবিটির সফলতার জন্য বেশ জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন তিনি। পাশাপাশি বিভিন্ন মন্দিরেও যাচ্ছেন আশীর্বাদ নিতে।
এরইমধ্যে অভিনেত্রী তিরুপতি বালাজি মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। সামান্থার সঙ্গে ছিলেন পরিচালক রাজ নিদিমোরু, যা তাদের ডেটিংয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তিরুপতিতে যাওয়ার সময় হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ বেছে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। তার চুল ছিল খোলা। মন্দির প্রাঙ্গণের বাইরে তোলা পাপারাজ্জির ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীকে সেখানে উপস্থিত অন্যান্য ভক্ত-অনুরাগীর মধ্যে মন্দিরের চ্যানেলটি পায়ে হেঁটে অতিক্রম করতে। এদিন সামান্থা ও রাজ দুজনেই একসঙ্গে মূল মন্দিরের দিকে হেঁটে পৌঁছান। সেখানে অন্যান্য নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিলেন।
আরেক ভিডিওতে সেখানে উপস্থিত একজন পুরোহিতের সাহায্যে তাকে পূজা দিতে দেখা গেছে সামান্থাকে। রাজ ও ডিকের স্পাই অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘সিটাডেল: হানিবানি’-এর সহপরিচালক ছিলেন রাজ নিদিমোরু, যেখানে সামান্থা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সিটাডেলের দ্বিতীয় সিজন কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে অভিনেত্রী সামান্থা তার প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স চালু করেন এবং প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রাখার ঘোষণা দেন। সম্প্রতি বিআইএফএফইএসে সিনেমায় লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে নন্দিনী রেড্ডি জানান, সামান্থা তাকে বলেছিলেন, তিনি তার প্রথম প্রযোজনায় কাজ করা প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রেখেছেন। তিনিই প্রথম ভারতীয় তারকা, যিনি তার সিনেমার অভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের সমতা নিশ্চিত করেছেন।
কর্মক্ষেত্রে সামান্থা বর্তমানে তার আসন্ন ধারাবাহিক ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এর শুটিং করছেন। রাজ ও ডিকে পরিচালিত এ সিরিজটি ‘রক্তাক্ত অ্যাকশন এবং দর্শনীয় দৃশ্যসহ একটি কাল্পনিক রাজ্যের পটভূমিতে তৈরি একটি আকর্ষণীয়, তীক্ষ্ণ আখ্যান’ হিসাবে বর্ণনা করা হয়েছে।