বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিদ্ধান্তে অনড় সামান্থা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ এপ্রিল, ২০২৫ ১৪:০১

চলতে চলতে হঠাৎ ছন্দ পতন শুরু হয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। বিরল রোগে আক্রান্ত হয়ে সব কিছু এলোমেলো হয়ে যায় তার। কাজ থেকেও বিরতি নিতে হয় তাকে। তবে গত বছরের শুরু থেকে শারীরিক অবস্থা অনেকটাই অনুকূলে আসায় আবার কাজে ফেরেন এই তারকা। তবে সবকিছুর বিষয়ে সতর্ক থেকে ভেবে-চিন্তে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন এখন থেকে আর নামমাত্র কোনো পণ্যের বিজ্ঞাপনে পারফর্ম করবেন না তিনি। সিদ্ধান্ত নিয়েছেন, আগে পণ্যটি ব্যবহার করবেন, ভালো মনে হলে তারপর বিজ্ঞাপন। স্বাস্থ্যকর জীবনযাপনের পথে এটি তার অন্যতম পদক্ষেপ। সিনেমা এবং ব্যক্তিগত জীবনেও একই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলছেন সামান্থা।

নিজের নীতিগত সিদ্ধান্তেই অনড় রয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। সামান্থার কাছে একের পর এক সিনেমা ও বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব আসতে শুরু করে। তবে সেসবের বেশির ভাগই তিনি বিনা দ্বিধায় প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি ফুড ফার্মারকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানান, শুধু নীতিগত কারণেই গত বছর তিনি ১৫টি বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ব্র্যান্ড নির্বাচনের ক্ষেত্রে তিনি বেশ সতর্ক। এমন কোনো পণ্যের প্রচারে তিনি অংশ নেন না, যা সমাজে বা তার তরুণ ভক্তদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামান্থা বলেন, ‘আমি এমন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চাই, যেগুলো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। বিজ্ঞাপনের আগে আমি ভালোভাবে যাচাই করি- পণ্যটি আদৌ বিশ্বাসযোগ্য কি না।’

তার এই সিদ্ধান্তের ফলে যদিও তিনি বড় অঙ্কের আয়ের সুযোগ হারিয়েছেন, তবু এতে তার কোনো আফসোস নেই। তিনি আরও বলেন, ‘বিশের দশকে যখন এই ইন্ডাস্ট্রিতে পা রাখি, তখন মনে করা হতো কে কতটা ব্যস্ত, কত ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, সেটাই সাফল্যের মাপকাঠি। এখন আমি বুঝি, মানটাই আসল। বড় বড় বহুজাতিক সংস্থার প্রস্তাব এলেও আমি শুধু তখনই রাজি হই, যদি সেটি আমার মূল্যবোধের সঙ্গে মেলে।’

সামান্থাকে সবশেষ দেখা গেছে রাজ ও ডিক পরিচালিত অ্যাকশন সিরিজ ‘সিটাডেল : হানি বানিতে’। শোনা যাচ্ছে, তাদের পরবর্তী প্রজেক্ট ‘দ্য ফ্যামিলি ম্যান-৩’এও থাকছেন সামান্থা।

এ বিভাগের আরো খবর