বিয়ের পর প্রথম ঈদ বলে কথা। এ কারণে এবারের ঈদটা অন্যরকম হয়ে থাকবে লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকা মেহজাবীন চৌধুরীর। যদিও তার ভাষ্য, কেবল অন্যরকমই নয়, ঈদটা হয়ে থাকবে স্মরণীয়। তবে এবারের ঈদে ঠিক কি কি করবেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি ছোটপর্দার এই শীর্ষ অভিনেত্রী। শুধু বলেছেন ‘দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব নিয়ে ঈদটা বাসায় করব।’ যদিও এখন তিনি আর ছোটপর্দার তারকা নয়, ছোট পর্দার গণ্ডি পেরিয়ে কোজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাতেও। যেখানেই তিনি অভিনয় করেন না কেন, সেখানে থেকেই সাফল্য ছিনিয়ে আনেন এই তারকা।
গত ১৪ ফেব্রুয়ারি প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী। জাঁকালো বিয়ের আয়োজনে কোনো খামতি ছিল না, সামাজিক যোগাযোগমাধ্যমেও চর্চায় ছিলেন তারা। বিয়ের পর হানিমুনের প্রশ্নে মেহজাবীন চৌধুরী জানালেন, ব্যস্ততার কারণে আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা তারা করেননি। তার ভাষ্যে, ‘যদি যাওয়া হয়, সেটা পরে।’ পাশাপাশি এবারের ঈদে তার কাজের কথাও জানালেন তিনি। ঈদে তাকে মাত্র একটি নাটকে দেখা যাবে। নির্মাতা প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি ঈদের দিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। নাটকটি ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পিছিয়ে ঈদে প্রচারিত হচ্ছে।
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক নাটকের জন্য আলাদা পরিচিতি পান মেহজাবীন। ধীরে ধীরে রোমান্টিক চরিত্রের গণ্ডি ছাড়িয়ে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। মাঝখানে তিন বছরের বেশি তাঁকে রোমান্টিক নাটকে দেখা যায়নি। একপর্যায়ে মেহজাবীনের অনুরাগীরা রীতিমতো দাবি তুলেছিলেন, মেহজাবীনকে রোমান্টিক নাটকে চাই। এর মধ্যেই মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান জুটিকে নিয়ে বেস্ট ফ্রেন্ড ২.০-এর ঘোষণা দেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী। ২০১৮ সালে বেস্ট ফ্রেন্ড নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেন মেহজাবীন চৌধুরী। নাটকটি আলোচিত হয়েছিল। পরে ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ তৈরি করেন নির্মাতা।
‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে দেখা যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শুভ্র (জোভান) ও পুষ্পিতা (মেহজাবীন চৌধুরী) বড় অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নের পিছু ছুটতে গিয়ে বন্ধুত্বের সম্পর্কটা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়? জানতে নাটকটা দেখতে হবে। আবারও মেহজাবীন ও জোভান জুটিকে নেওয়ার বিষয়ে প্রবীর রায় চৌধুরী গতকাল জানালেন, শুরু থেকেই বেস্ট ফ্রেন্ড-এ জুটি হিসেবে আছেন তাঁরা। তাঁদের বাইরে গল্পটা ভাবতে পারেন না তিনি। পাশাপাশি দর্শকের প্রত্যাশার কথাও জানালেন। প্রবীর রায় বলেন, ‘গতবারের চেয়ে এবারের বেস্ট ফ্রেন্ড–এর আয়োজনটা বড়। গল্পটাও বড়। গল্পে বন্ধুত্বের পাশাপাশি পারিবারিক বোঝাপড়াটাও থাকছে।’
১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে গত বছর ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। এতে মালতী রানী দাশ নামের এক লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। আরেক সিনেমা ‘সাবা’ নিয়ে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরছেন তিনি। ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে।