ঢাকার নবীন ও আলোচিত নাট্য সংগঠন থিয়েটার ফ্যাক্টরির প্রধান কারিগর হিসেবে আগামী দু’বছরের জন্য দায়িত্ব পালন করবেন হাসানুজ্জামান খান। এ সময়ে কারিগরমণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করবেন- মুনমুন খান, দিপু মাহমুদ, সুভাষ সরকার, বিপাশা সাইদ ও আরিফ আনোয়ার।
সংগঠনটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলের দ্বিবার্ষিক সাধারণ সভায় তাদেরকে এই দায়িত্ব দেয়া হয়। শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় দলের বিগত দু’বছরের সামগ্রিক কর্মকাণ্ডের ওপর রিপোর্ট পেশ করেন দলের সাবেক প্রধান কারিগর অলোক বসু।
সভায় অলোক বসুর রচনা ও নির্দেশনায় ‘কমলা রঙের বোধ’ নামে নতুন একটি মঞ্চনাটক দ্রুততম সময়ে মঞ্চে আনার সিদ্ধান্ত নেয়া হয়।
জীবনানন্দকে উপজীব্য করে নাটকটির মহড়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।