মৃত্যুর খবর প্রকাশ্যে আসার একদিন পর ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে নিজেই জানালেন তিনি বেঁচে আছেন।
সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতনতা ও আলোচনা বাড়াতেই ‘ভুয়া’ মৃত্যুর খবর ছড়িয়েছিলেন বলে জানান পুনম।
পুনমের টিম শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর বিষয়টি জানায়। এরপরই খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সে প্রাণ হারালেন এ তারকা।
এ ঘটনার একদিন পর পুনম শনিবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় জানালেন- তিনি বেঁচে আছেন, ক্যানসারে মারা যাননি।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমার জন্য যে অসুবিধা হয়েছে সে জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমার অভিপ্রায় ছিল সকলকে চমকে দেয়ার। কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যে নাটক করেছি। জানি হয়ত বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। ঠিক তার দুদিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যানসারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়ত এটা কোনো প্রচার কৌশল। সেই জল্পনাই সত্যি হলো।
পুনম পাণ্ডের মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে শুক্রবার।
পুনমের টিম ইনস্টাগ্রাম পোস্টে লেখে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যানসারে হারিয়েছি। দুঃখের এ সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’