ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন।
এনডিটিভির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সে প্রাণ হারান এ তারকা।
পুনমের টিম শুক্রবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবরটি ঘোষণা করে।
পোস্টে লেখে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যান্সারে হারিয়েছি। দুঃখের এ সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’
পুনম সাহসিকতার সঙ্গে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন বলে জানায় তার টিম।
১৯৯১ সালের ১১ মার্চ কানপুরে জন্মগ্রহণ করেন পুনম। ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। তিনি গ্ল্যাড্রাগস ম্যানহান্ট এবং মেগা মডেল প্রতিযোগিতার শীর্ষ নয়জন প্রতিযোগীর মধ্যে একজন ছিলেন ও এমনকি ম্যাগাজিনের কভার গার্লও হয়েছিলেন। তিনি ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন।
২০১১ সালে পুনম প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতের ক্রিকেট দল বিশ্বকাপ ঘরে আনলে তিনি কাপড় খুলে ছবি দেবেন। যদিও পরবর্তীতে তিনি তার প্রতিশ্রুতি রাখেননি, দাবি করেছিলেন যে বিসিসিআই তাকে অনুমতি দেয়নি।
২০২২ সালে তিনি কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো ‘লক আপ’-এ কাজ করেন।
২০২০ সালের ১ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। বিয়ের ১০ দিন পর ১১ সেপ্টেম্বর পুনম স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শ্লীলতাহানি, মারধর করার। এর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।