উদয়পুরের তাজ লেক প্যালেসে সোমবার বসছে ইরা খানের বিবাহ আসর। দিন তিনেক আগেই আয়োজন খতিয়ে দেখতে চলে গিয়েছেন বাবা আমির খান। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন। মেয়ের বিয়েতে কোনো কমতি রাখছেন না আমির। অথচ নিজে কিনা মাত্র ‘১০ টাকা’ খরচ করে বিয়ে সেরেছিলেন।
আমিরের প্রথম বিয়ের কথা। মুম্বাইয়ের ২১১ নম্বর বাসে ৫০ পয়সার টিকিট কেটে রিনা দত্তর সঙ্গে পালিয়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা আমির খান।
সংবাদ প্রতিদিন বলছে, বান্দ্রা ওয়েস্ট স্টেশনে নেমেই ব্রিজ পার হন আমির। তারপর সোজা হাইওয়ে অবধি হেঁটে চলে যান। সেখানে গৃহনির্মাণ ভবনের ম্যারেজ রেজিস্ট্রার অফিসে যান। তারপর যৎসামান্য খরচায় পরিণতি পায় রিনা-আমিরের প্রেম। যদিও ১৬ বছরের বেশি টেকেনি তাদের দাম্পত্য। তবে তাদের প্রথম সন্তান, মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন বলিউড সুপারস্টার।
বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসোর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, আমির নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে গোটা উদয়পুরের ভিউ পাওয়া যায়। রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকা বন্ধুরাও। তাদের জন্যও বিশেষ আয়োজন রয়েছে। ইরা খান ইতোমধ্যেই বিয়ের কার্ড শেয়ার করেছেন। শুধু তাই নয়, প্রাকবিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল আমির খানকে।