বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অঙ্কুশের মালাইচাকিতে চোট, আপাতত অ্যাকশন দৃশ্যের শুটিং নয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জানুয়ারি, ২০২৪ ১১:১২

অঙ্কুশ লেখেন, “২০২৪ সালটা মনে হচ্ছে আমার জন্য এ রকমই কাটবে। ‘মির্জা’র স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি। অসহ্য ব্যথা, কিন্তু তবুও এই বছরটা আমার কাছে বিশেষ জায়গা দখল করে থাকবে।”

নতুন বছরটা একদম অন্যভাবে শুরু হলো টালিউড তারকা অঙ্কুশ হাজরার। ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এই অভিনেতা।

সেখানে দেখা যায়, অভিনেতা অঙ্কুশ বিছানায় শুয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। তার ডান হাঁটুতে নিক্যাপ লাগানো। বোঝাই যাচ্ছে, হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা। ওই পোস্টে তার কারণও জানিয়েছেন অঙ্কুশ।

এই মুহূর্তে তার প্রযোজিত প্রথম সিনেমা ‘মির্জা’র শুটিংয়ে ব্যস্ত অঙ্কুশ। শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্যের জন্য স্টান্ট করতে গিয়ে চোট পেয়েছেন তিনি।

অঙ্কুশ লেখেন, “২০২৪ সালটা মনে হচ্ছে আমার জন্য এ রকমই কাটবে। ‘মির্জা’র স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি। অসহ্য ব্যথা, কিন্তু তবুও এই বছরটা আমার কাছে বিশেষ জায়গা দখল করে থাকবে।”

তিনি লেখেন, ‘এই ছবির জন্য আমি নিজের রক্ত এবং ঘাম ঝরাতে রাজি। আপনাদের আশীর্বাদ চাই।’

৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে চোট পেয়েছেন অঙ্কুশ। সোমবার আনন্দবাজার অনলাইনকে অঙ্কুশ বলেন, ‘ক্যাবল নিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পেয়েছি।’

অঙ্কুশের ভাষ্য, ছয় বছর পর অ্যাকশন ছবি করছি। তাই অভ্যাস নেই বলেই চোট লেগেছে। এখন তো বাণিজ্যিক অ্যাকশন ছবি আর সেই ভাবে তৈরি হয় না। ‘মির্জা’ সিনেমার শুটিং করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে, কেন তৈরি হয় না। তবে কোনোভাবেই ভেঙে পড়তে রাজি নন অঙ্কুশ। নিজের প্রযোজনার প্রথম সিনেমা বলেই তিনি পরিশ্রম করতে পিছপা নন।

অঙ্কুশ বলেন, ‘আপাতত আগামী দেড় মাস অ্যাকশন দৃশ্যের শুটিং করব না। ততদিনে ছবির বাকি অংশের শুটিং করে নেব।’

ইতোমধ্যেই উড়িষ্যা এবং কলকাতায় সিনেমার একটা বড় অংশের শুটিং সেরেছেন অঙ্কুশ।

অভিনেতা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সেরে উঠেই সিনেমার পরবর্তী শিডিউলের শুটিং শুরু করবেন অভিনেতা। অঙ্কুশের আহত হওয়ার খবর জানতেই ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

‘মির্জা’ সিনেমাতে অঙ্কুশ ছাড়াও রয়েছেন ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিকসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর