দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে একটি পার্কের মধ্যে রাখা গাড়ি থেকে বুধবার অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা লি সান কিয়োনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও গত কয়েক মাস ধরেই তিনি সেদেশে চর্চায় উঠে এসেছিলেন অন্য একটি কারণের জন্য। বেআইনি মাদক মামলায় নাম জড়িয়েছিল তার। সেটারই তদন্ত চলছিল।
এর মধ্যেই তাকে বুধবার একটি গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এমনটাই কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপের তরফে জানানো হয়েছে।
এরপর তার স্ত্রী পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কারণ অভিনেতার কাছ থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে। যা দেখে সেটিকে একটি ‘সুইসাইড নোট’ বলেই মনে করা হচ্ছে।
কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, লির স্ত্রী জানিয়েছেন যে অভিনেতা যখন বাড়ি থেকে বেরিয়ে যান তারপর তিনি এই নোটটি পান।
হিন্দুস্তান টাইমস বলছে, ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন লি সান কিয়োন। তিনি ‘প্যারাসাইট’ সিনেমাতে একজন ধনী বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার আরও একাধিক সিনেমা যেমন ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই ওয়াইফ’, ইত্যাদিতে কাজ করেছেন। এ ছাড়াও তিনি কোরিয়ার প্রথম অরিজিন্যাল সিরিজ ‘ডক্টর ব্রেনেও’ কাজ করেছেন। এটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল।