বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিষেকের হাত ধরে অনুষ্ঠানে ঐশ্বরিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ ডিসেম্বর, ২০২৩ ০৯:২৯

গোটা বচ্চন পরিবারের সঙ্গে হাসিমুখে দেখা মিলল ঐশ্বরিয়াকে। অভিষেকের একমাত্র ভাগ্নে অগস্ত্য নন্দাকে স্টার হওয়ার টিপসও দিলেন ঐশ্বরিয়া।

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, ঐশ্বরিয়ার সঙ্গে নাকি বচ্চন পরিবারের সম্পর্কে ফাটল ধরেছে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনও খবর প্রকাশ করেছে, ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ সময়ের ব্যাপারমাত্র। এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে অভিষেকের হাত ধরে ‘দ্য আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে হাজির হলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

গোটা বচ্চন পরিবারের সঙ্গে হাসিমুখে দেখা মিলল ঐশ্বরিয়াকে। অভিষেকের একমাত্র ভাগ্নে অগস্ত্য নন্দাকে স্টার হওয়ার টিপসও দিলেন ঐশ্বরিয়া।

হিন্দুস্তান টাইমস বলছে, ‘দ্য আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটে দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া, পাশে কালো ব্লেজারে ঝলমলে অভিষেক। আরাধ্যাও পৌঁছেছিল পিসতুতো দাদার ছবি দেখতে। নাতির ডেবিউ সিনেমা নিয়ে উচ্ছ্বাস অমিতাভের চোখে-মুখে। পাপারাজ্জিদের দেখে এদিনও মেজাজ হারালেন জয়া। তিনি অবশ্য পরিবারের সঙ্গে খাপ খাইয়ে কালো পোশাক পরেননি, অফ হোয়াইট আর সোনালি কাফতানে দেখা মিলল জয়ার। অগস্ত্যর দিদি নভ্যার দেখা মিলল লাল গাউনে। পৌঁছেছিলেন বচ্চন কন্যা শ্বেতা এবং তার স্বামী নিখিল নন্দাও।

বেশ কিছুদিন আগে ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে তার জন্মদিনে বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানতে দেখা যায়নি। শুধু শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক।

অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ঐশ্বরিয়া পারিবারিক ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দাকে বাদ দিয়ে ছবি পোস্ট করেন। এমনকি আরাধ্যার ১৩তম জন্মদিনেও বচ্চন বাড়ির কাউকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়নি। পোস্ট করেননি আরাধ্যার দাদা অমিতাভ বচ্চনও। তখনই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল।

এখানেই শেষ নয়, সম্প্রতি মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতেও অভিষেককে ছাড়া একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। তারও আগে প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া। আবার সেই একই শোয়ের র‍্যাম্পে হাঁটেন শ্বেতা বচ্চন নন্দার মেয়ে নব্যা নভেলিও। হাজির ছিলেন শ্বেতা। তবে তাদের ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায়নি। এমনকি শ্বেতা সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও ঐশ্বরিয়াকে ট্যাগ করেননি।

সবশেষ মুম্বাইয়ে একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে দেখা যায় অভিষেককে। সেখানে এই প্রথম অভিষেকের আঙুলে দেখা গেল না তাদের বিয়ের আংটি। এমনই একের পর ঘটনাতেই ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কে ভাঙন ধরার খবর ছড়িয়ে পড়ে।

এ বিভাগের আরো খবর