বেশ কিছুদিন প্রেমের পর গত বছর বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরেক তারকা আলিয়া ভাট। তবে এখনই তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক নিরন্তর।
আলিয়ার গলার আওয়াজ থেকে শুরু করে তার সাজগোজ- সব নিয়েই নাকি নিত্য খবরদারি করেন ঋষি-পুত্র। আলিয়াকে শাসন করা নিয়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগও অনেক। তবে এসবের পরও রণবীর নাকি নিজেই আলিয়ার হাতে মার খাওয়ার ভয়ে থাকেন।
আনন্দবাজার পত্রিকা বলছে, বৃহস্পতিবার মু্ক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’ সিনেমার ট্রেলার। সেই ট্রেলার মুক্তি অনুষ্ঠানে এসে রণবীর জানান, অর্জুন তার ক্যারিয়ারের সবথেকে চ্যালেঞ্জিং চরিত্র। আগে বহুবার বলেছেন, মেথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী তিনি। শুটিং চলাকালীন তাহলে কি রণবীর অর্জুনের চরিত্রের মধ্যেই থাকতেন? শুনেই সাফ মানা করে দিলেন রণবীর। কারণ, তা হলে নাকি আলিয়ার হাতে মার খেতে হত।
যে সময় ‘অ্যানিম্যাল’ সিনেমার শুটিং করেছেন রণবীর, সেই সময় আলিয়া ছিলেন অন্তঃসত্ত্বা। সেই সময় যদি এমন একটা মানসিক বিকারগ্রস্থ চরিত্রের রেশ বাড়িতে নিয়ে যেতেন, সেটা তাদের আসন্ন সন্তানের ওপর খারাপ প্রভাব ফেলত।
রণবীর বলেন, আমি কখনো কোনো চরিত্রকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যাই না। কারণ, সেটা আমার আশেপাশের মানুষগুলোর প্রতি অবিচার করা হয়। আর যদি তা করতাম, তা হলে আমার বউ আমাকে মারত।
যদিও বৃহস্পতিবার ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকে নিজের উত্তেজনা ধরে রাখতে পারেননি আলিয়া। জানিয়েছেন, ট্রেলারটি নাকি ৭ হাজার বার দেখে ফেলেছেন ইতোমধ্যেই। এখন অপেক্ষা করছেন ১ ডিসেম্বরের।