বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ নভেম্বর, ২০২৩ ১২:০৮

২০২২-এর শেষের দিকে প্রজেক্টটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দুই বাংলার এই জনপ্রিয় তারকা। শুটিং ও নির্মাণের যাবতীয় কাজ শেষে ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে তার হিন্দি সিনেমার ব্যাপারটি চূড়ান্ত হলো।

বলিউড সিনেমায় অভিষেক ঘটতে চলেছে পাঁচবার বাংলাদেশের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসানের। চলচ্চিত্রের নাম ‘কড়ক সিং’। যার প্রথম পোস্টার প্রকাশিত হয় ৯ নভেম্বর, তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি শিগগিরই মুক্তি পেতে চলেছে ভারতের ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম জি ফাইভে।

২০২২-এর শেষের দিকে প্রজেক্টটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন দুই বাংলার এই জনপ্রিয় তারকা। শুটিং ও নির্মাণের যাবতীয় কাজ শেষে ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে তার হিন্দি সিনেমার ব্যাপারটি চূড়ান্ত হলো। খবর ইউএনবির

শুধু ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ই নয়; এর মাধ্যমে ভারতের প্রতিভাবান সব চলচ্চিত্র কর্মীদের সাহচর্য পেলেন চিরতরুণ এই অভিনেত্রী।

এই মুভির মাধ্যমে তৃতীয়বারের মতো হিন্দি ভাষায় নির্দেশনা দিলেন ভারতের বাঙালি নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।

ছবির নাম ভূমিকায় এখানে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। যদিও চলচ্চিত্রের ভাষা বাংলা নয়; কিন্তু একজন বাঙালি পরিচালকের সঙ্গে এ নিয়ে পঙ্কজ তৃতীয়বারের মতো কাজ করলেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘দিল বেচারা’ (২০২০) খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী, এবং মালায়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। এ ছাড়াও রয়েছেন দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব সহ আরও অনেকে।

জয়ার প্রথম হিন্দি সিনেমা পর্যন্ত যাত্রা পথ কতটা দীর্ঘ ছিল তা বলাই বাহুল্য। ১৯৯৭ সালের সেই কোকাকোলার বিজ্ঞাপন থেকে শুরু করে টিভি নাটক। এরপর থেকে পুরো অভিনয় জীবনে নিজেকে বহুবার ভেঙেচুরে নতুন করে গড়েছেন এই অভিনেত্রী।

নিজের একটি ভিন্ন ঘরানার দর্শক থাকলেও সুপারহিট তারকাতুল্য সাফল্যের পরশ পেতে তাকে পাড়ি দিতে হয়েছে দুই দশকেরও বেশি সময়। আর সেই পরিশ্রম ও ধৈর্য্যের প্রতিদানেই এখন ক্যারিয়ারের সব থেকে স্বর্ণ সময়টি পার করছেন জয়া।

এ বিভাগের আরো খবর