সিনেমা জগতের চেয়ে এখন রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে। লম্বা সময়ের বিরতি কাটিয়ে গত মঙ্গলবার ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমার শুটিং দিয়ে চলচ্চিত্র জগতে ফেরেন তিনি। তবে একদিন শুটিং করেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।
এ বিষয়ে মাহি গণমাধ্যমে জানান, সিনেমাটি তিনি আর করছেন না। বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমাটিতে কাজ করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক স্যারের আরেকটি সিনেমায় অভিনয় করব। এখনও সিনেমাটির নাম ঠিক হয়নি। সবকিছু ঠিক হলেই সবাইকে বলব।’
তবে মাহির সরে দাঁড়ানোর বিষয়ে কিছুই জানেন না সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। গণমাধ্যমের বরাতে খবরটি তিনি জানতে পেরেছেন বলে জানান।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এক সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না বলেছেন, তার ইচ্ছা ছিল সিনেমাটিতে পরীমনিকে নেয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে, কথাটা তার ভালো লাগেনি।
‘আগামীকাল তার বাসায় যাব। আশা করি, ভুল বোঝাবুঝির অবসান শেষ করে তাকে শুটিংয়ে ফিরিয়ে আনতে পারব।’
একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নায়ক ও প্রযোজক মুন্না জানান, তার ইচ্ছা ছিল (সিনেমাটিতে) পরীমনিকে নেয়ার। পরিচালকও যোগাযোগ করেছিল তার সঙ্গে। কিন্তু পারিবারিক ঝামেলায় থাকার কারণে কাজটি পরীমনি করতে পারেননি।
পরে অবশ্য বিষয়টি নিয়ে পরিচালক মানিকের ভাষ্য, পরীমনির সঙ্গে এই সিনেমার জন্য কোনো যোগাযোগ করেননি তিনি।
ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খানসহ অনেকে।