অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার কথা জানিয়েছেন নায়িকা।
ভিডিওতে দেখা গেছে, পরীর হাতে ক্যানোলা লাগানো। তার পাশে আছে ছেলে রাজ্য।
পোস্টে পরীমনি লিখেছেন, ‘আমার জীবনের শান্তি! বাজান তোমাকে পেয়ে আমি ধন্য! আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো। দোয়া করবেন।’
তবে ছেলেকে নিয়ে পরী কোন হাসপাতালে আছেন তা জানাননি।
কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়েই এই নায়িকাকে বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকতে দেখা গেছে।চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের সঙ্গে অবশেষে ভেঙে গেছে তার বিয়ে।
গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠন পরীমনি। নানা জটিলতায় জড়ানো ছিল রাজ আর পরীমনির সংসার, এই ভাঙে তো এই জোড়া লাগে!
রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে পরীমনি জানিয়েছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া ও মানসিক অশান্তির জন্য আর সংসার করবেন না।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর।