ব্যক্তিগত জীবনের নানান ঝামেলা কাটিয়ে বর্তমানে খুব ভালো সময় পার করছেন অভিনেত্রী পরীমনি। একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। বিরতি কাটিয়ে কাজে ফেরার ঘোষণা দেয়ার পরপরই একগুচ্ছ নতুন কাজের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে নতুন দুটি সিনেমার খবর দিলেন। এবার দিলেন নতুন ওয়েব সিরিজের খবর।
পরীমনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘রঙ্গিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজে। এ সিরিজটি পরিচালনা করবেন নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের এ সিরিজ।
এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী। এ ছাড়া আছেন শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশ, ফজলুল হক বাবুসহ অনেকেই। চলতি মাসের শেষে দিকে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’
ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।
কিছুদিন আগেই ওটিটিতেও মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘পাফ ড্যাডি’। পরীমনির হাতে এখন রয়েছে সিনেমা ‘ডোডোর গল্প’, ‘খেলা হবে’, ওয়েব সিরিজ ‘মায়া’।