বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সি জল্পনা নতুন নয়। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিয়ে সেরেছিলেন ক্যাটরিনা। বিয়ের পর থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নায়িকার মা হওয়ার গুঞ্জন সামনে এসেছে, তবে প্রতিবারই জল্পনা মিথ্যা প্রমাণিত হয়েছে, তবে এ কথা অস্বীকার করার উপায় নেই শেষ কয়েকবার ঢিলেঢালা পোশাকে প্রকাশ্যে এসেছে অভিনেত্রী।
মাসখানেক আগে এক জুয়েলারি সংস্থার অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন ক্যাটরিনা, তখনও সংবাদমাধ্যমকে তার ধারেকাছে ঘেঁষতে দেয়া হয়নি। তাহলে কি ক্যাটরিনা এবার সত্যিই মা হতে চলেছেন?
ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। তিনি অন্তঃসত্ত্বা নন। এমনকি তিনি জনসমাগমও এড়িয়ে চলছেন না। তিনি তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।’
এয়ারপোর্টেও আজকাল গোপনেই যাতায়াত সারছেন ক্যাটরিনা। খুব ভোরের ফ্লাইট ধরছেন, পাপারাৎজিদের ক্যামেরার সামনে আসছেন না কিছুতেই। এর কারণ কী? তা একমাত্র ক্যাটরিনাই জানেন, তবে সামনেই ব্যস্ততা বাড়বে ক্যাটরিনার। কারণ নভেম্বরে মুক্তি পাচ্ছে অভিনেত্রীর বহুচর্চিত ছবি টাইগার ৩। এই ছবিতে ফের একবার সালমান খানের সঙ্গে স্ত্রিন শেয়ার করবেন ক্যাটরিনা। যশ রাজ ফিল্মসের এই স্পাই থ্রিলারে থাকছেন ইমরান হাশমিও। ক্যামিও চরিত্রে দেখা মিলবে শাহরুখ খানের।