বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্ঘুম রাত কাটল শাহরুখের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫২

বৃহস্পতিবার কার্যত জওয়ান দিবস। শাহরুখের ভক্তদের শান্ত থাকাটা তাই বড় কঠিন। হচ্ছেও তাই। ভারতের বিভিন্ন প্রান্তে সিনেমাটি দেখার জন্য মানুষের উন্মাদনা এখন তুঙ্গে।

ভক্তরা তো জেগে ছিলেনই, সারা রাত জেগে ছিলেন শাহরুখ খানও। অবশ্য এ রাত জাগবার জন্যই। রাত পোহাল, মুক্তি পেল ‘জওয়ান’।

বৃহস্পতিবার কার্যত জওয়ান দিবস। শাহরুখের ভক্তদের শান্ত থাকাটা তাই বড় কঠিন। হচ্ছেও তাই। ভারতের বিভিন্ন প্রান্তে সিনেমাটি দেখার জন্য মানুষের উন্মাদনা এখন তুঙ্গে।

এসআরকে নিবেদিত একটি ফ্যান পেজ সিনেমাটির মর্নিং শো-এর বেশকিছু দৃশ্য শেয়ার করেছে। ভক্তদের এতে একযোগে ‘ভারত কি শান শাহরুখ খান’ স্লোগান দিতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটি সকাল ৫.৩৫ এবং আমরা আমাদের ঐতিহাসিক ৬টার শো এবং গণউদযাপন শুরু করেছি ইতোমধ্যেই। কারণ, একটাই। রাজাকে বড় পর্দায় স্বাগত জানাতে হবে যে।’

পোস্টটিতে শাহরুখ ভোরে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আমি আশা করি তোমরা এই বিনোদন উপভোগ করবে। তোমদের এভাবে থিয়েটারে যেতে দেখার জন্য জেগে রইলাম। অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।’

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও এসআরকেকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘শাহরুখ, বাবা তোমার জওয়ানের জন্য আপনার অনেক শুভকামনা।’ অভিনেতার উত্তর ‘আপনাকে খুব ভালোবাসি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এসে জাপটে ধরে আলিঙ্গন করতে চাই।’

বিক্রম পরিচালক লোকেশ কানাগরাজের টুইটের জবাবও দিয়েছেন এসআরকে। চলচ্চিত্র নির্মাতা টুইট করেছেন, ‘এসআরকে স্যার, আমার প্রিয় ভাই অ্যাটলি, অনিরুদ্ধ, নয়নতারা, বিজয় সেতুপতি এবং জওয়ানের পুরো কলাকুশলীকে ব্লকবাস্টার হওয়ার জন্য পরম শুভকামনা জানাচ্ছি।’

উত্তরে শাহরুখ খান বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে চেষ্টা করে দেখুন এবং সময় পেলে ছবিটি দেখার চেষ্টা করুন। তামিলে দেখুন এবং আমাকে বলুন যে আমরা ঠিক করেছি কি না স্যার। এবং লিওর জন্য আমার অনেক ভালোবাসা।’

অ্যাটলি পরিচালিত ও এসআরকে এবং গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত জওয়ান মুক্তি পেয়েছে হিন্দি, তামিল এবং তেলেগুতে।

এ বিভাগের আরো খবর