বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভেঙে গেল জো জোনাস আর সোফির সংসার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২

আবেদেন জোনাস-টার্নারের বিয়ে ‘অপ্রতিরোধ্যভাবে ভেঙে গেল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে এ দম্পতির কেউই এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

ভালোলাগা থেকে ভালোবাসা, এরপর সে সম্পর্ককে ‘স্থায়ী’ রুপ দিয়েছিলেন হলিউড অভিনেত্রী সোফি টার্নার ও যুক্তরাষ্ট্রের গায়ক জো জোনাস। তবে শেষ পর্যন্ত তা আর স্থায়ী হলো না।

ফ্লোরিডার মিয়ামি ডেড কাউন্টিতে আদালতে মঙ্গলবার জো জোনাস ডির্ভোসের আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

আবেদেন জোনাস-টার্নারের বিয়ে ‘অপ্রতিরোধ্যভাবে ভেঙে গেল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে এ দম্পতির কেউই এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। এই নিক জোনাসের ভাই জো জোনাস ‘জোনাস ব্রাদার্স’-এর অন্যতম সদস্য।

‘গেম অফ থ্রোন্স’ তারকা সোফি টার্নারের আর জোনাসের ঘর ভাঙছে কি না, সে প্রসঙ্গ কদিন ধরেই ঘুরছে নানা মাধ্যমে। সম্প্রতি বিয়ের আংটিহীন অবস্থায় একাধিক বার দেখা গেছে জো-কে। অবশেষে জল্পনাই সত্যি হলো। ভেঙে যাচ্ছে তাদের সংসার।

২০১৬ সালে অভিনেত্রী সোফির সঙ্গে জোনাসের প্রেমের খবর প্রকাশ্যে আসে। এরপর ২০১৭ সালে তাদের বাগদান হয়।

২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। ২০২০ সালে এই জুটির প্রথম সন্তান এবং ২০২২ সালে এই তাদের সংসারে দ্বিতীয় সন্তান আসে।

এ বিভাগের আরো খবর