গত সপ্তাহেই মারা গেছেন এই অভিনেতার বাবা। এ নিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’র অভিনেতা অ্যানগাস ক্লাউড মারা গেছেন।
মাত্র ২৫ বছর বয়সেই স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের বাড়িতে তার মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ক্লাউডের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ আমাদের এক অবিশ্বাস্য মানুষকে বিদায় জানাতে হয়েছে সবচেয়ে ভারী হৃদয় নিয়ে।
তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত সপ্তাহেই মারা গেছেন এই অভিনেতার বাবা। এ নিয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।