সালমান খান নাকি ‘বিগ বস-ওটিটি’ ছাড়ছেন। বেশ কিছুদিন ধরেই এমন খবর জোরালো ছিল। শোনা যাচ্ছিল ‘বিগ বস-ওটিটি’র অন্দরে যে ধরনের কাজকর্ম চলছে, তা নিয়ে নাকি বেজায় বিরক্ত বলিউডের ভাইজান। বেশ কিছুদিন আগে বিরক্ত হয়ে শো ছেড়ে বের হয়ে যেতেও দেখা গিয়েছিল এই অভিনেতাকে।
অনুরাগীরা উদ্বিগ্ন ছিলেন, তবে কি সত্যিই সালমান ‘বিগ বস-ওটিটির’ সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন? অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সালমান খান।
‘বিগ বস-ওটিটি’ ছাড়ছেন কি না, এই প্রশ্নে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সালমান বলেন, ‘অনুরাগীরাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং গর্ব। তাদের কারণেই আমি আজ এ জায়গায়। হ্যাঁ, এটা ঠিক আমি শোতে আমার মেজাজ হারিয়ে ফেলি এবং কখনও এমনও ঘটেছে যে রেগে গিয়ে বাইরে বের হয়ে এসেছি। তবে তারপর আমি সব সময় ফিরেই এসেছি। আর সেটা শুধু আমার অনুরাগীদের জন্য। তারা ধৈর্য ধরে আমার এই শো দেখার জন্য অপেক্ষা করে থাকেন।’
অর্থাৎ সালমানের কথাতেই স্পষ্ট তিনি শো ছাড়ছেন না।
সম্প্রতি সিগারেট হাতে সালমান ‘বিগ বস-ওটিটির’ সঞ্চালনা করছেন-এমনই একটি দৃশ্য ছড়িয়ে পড়ে। এমনকি সালমানকে বাজে শব্দও ব্যবহার করতে শোনা যায় বলে খবর রয়েছে। আর তাতেই সালমানকে নেট নাগরিকরা ‘ভণ্ড’ বলেও আক্রমণ করেন। যদিও সালমান অনুরাগীদের দাবি ভিডিওটি নাকি ভুয়া। এ ঘটনার পরপর সালমান খানের ‘বিগ বস-ওটিটি’ ছাড়ার খবর শোনা যেতে থাকে। তবে যাই ঘটুক, সালমান এবার নিজেই স্পষ্ট করেছেন তিনি ‘বিগ বস-ওটিটি’ ছাড়ছেন না।
এবারই প্রথম সালমান ‘বিগ বস-ওটিটি’ সঞ্চালনা করছেন। এর আগে এই শোর সঞ্চালনা করেছেন করণ জোহর। বর্তমানে এই শোয়ে রয়েছেন পূজা ভাট, বেবিকা ধুরভে, অভিষেক মালহান, অবিনাশ সচদেব, জিয়া শঙ্কর, মনীষা রানি, জাদ হাদিদ, এলভিশ যাদব ও আশিকা ভাটিয়া।