অভিনয়ের সুযোগ করে দেয়ার নামে হোটেলে ডেকে ভোজপুরি এক জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
মহেশ পাণ্ডে নামের এক ব্যক্তির বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেছেন বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই অভিনেত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয় থেকে নতুন কাজের জন্য় ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন তিনি। নয়াদিল্লির দক্ষিণে গুরুগ্রামের এক হোটেলে তিনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন।
ভোজপুরি এ অভেনেত্রী পুলিশে অভিযোগও করেছেন। পুলিশের কাছে অভিযোগ করে তিনি বলেন, ‘কয়েকদিন আগে মহেশ পাণ্ডে নামক এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে কাজের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
‘সে কারণেই গুরুগ্রামের একটি হোটেলে আমায় দেখা করতে বলেন তিনি। আমি যাওয়ার আগেই হোটেলের ঘর ভাড়া করে রেখেছিলেন ওই ব্যক্তি। কয়েকটি কথা বলার পরেই উনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমায় ধর্ষণ করেন ওই ব্যক্তি।’
অভিনেত্রী আরও জানান, মহেশ পাণ্ডের বন্ধুরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, তাদের তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।