৫০ বছর বয়সী এ অভিনেতা ইন্সটাগ্রাম বৃহস্পতিবার 'হ্যালো ওয়ার্ল্ড' লেখা একটি ছবি পোস্ট করে আনন্দের এই খবর জানান।
আবাারও ছেলে সন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল।
৫০ বছর বয়সী এ অভিনেতা ইন্সটাগ্রাম বৃহস্পতিবার 'হ্যালো ওয়ার্ল্ড' লেখা একটি ছবি পোস্ট করে আনন্দের এই খবর জানান।
পোস্টে তিনি বলেন, ‘আমার পরিবার এবং আমার জীবনে একটা ফুটফুটে পুত্রসন্তান এলো। মা আর ছেলে দুই জনই ঠিক আছে। মনটা ভাল লাগায় আর কৃতজ্ঞতায় ভরে যাচ্ছে। এত ভালবাসা দেয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
২০১৮ সাল থেকে এক সঙ্গে আছেন অর্জুন রামপাল ও তার বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস।
অর্জুন ও তার সঙ্গীর প্রথম পুত্র সন্তান অ্যারিকের বয়স বর্তমানে চার বছর। সাবেক স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে তার দুটি কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে চতুর্থ বারের মত বাবা হলেন অর্জুন।