শুটিং ফ্লোরে সরকারি গাড়ি নিয়ে হাজির হওয়ায় বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান।
‘মেন্টাল’ ছবির শুটিং স্পটে এ কাণ্ড ঘটে।
গাড়ি নিয়ে কেন ব্যক্তিগত কাজে ঘুরছেন অভিনেত্রী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
জি নিউজের সোমবারের প্রতিবেদনে বলা হয়, সরকারি গাড়িতে অভিনেত্রীকে শুটিংয়ে আসতে দেখে রীতিমতো চটেছেন নেটিজেনরা। কটাক্ষ করতেও ছাড়ছেন না তাদের অনেকে।
সমালোচনাকারীরা বলছেন, আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালনে মন না থাকলেও সরকারি গাড়িতে ঠিকই ঘুরে বেড়াচ্ছেন নুসরাত।
একজন বলেন, ‘নিজের গাড়িতে কেন নয় এই দুই শিল্পী? না তো পার্লামেন্ট যাচ্ছেন, না তো রাজনীতির প্রয়োজনে কোথাও। সেখানে ক্ষমতার অপব্যবহার করার কী দরকার?’
সম্প্রতি নিজেদের প্রোডাকশন হাউজ উদ্বোধন করেছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই পরিচালক বাবা যাদবের পরিচালনায় প্রথম ছবিতে জুটি হিসেবে দেখা যাবে নুসরাত ও যশকে। ছবির নাম ‘মেন্টাল’।
এ প্রোডাকশন হাউজের উদ্বোধনের সময়ই ছবির পোস্টার প্রকাশ্যে আনেন দুজন। সম্প্রতি শুরু হয়েছে ছবিটির শুটিং। সেখানেই সরকারি গাড়ি নিয়ে প্রবেশ করেন অভিনেত্রী।