বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় একটানা ২৩ দিন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর গত শুক্রবার অবশেষে বাড়ি ফিরেছেন।
গত বৃহস্পতিবারই অভিনেত্রী মাধবীর শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। গত ২১ শে জুন থেকে উডসল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮১ বছর বয়সী এ অভিনেত্রী।
গতকাল উডসল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস আক্রান্ত হয়েছেন মাধবী মুখোপাধ্যায়। শুরুতে জেনারেল ওয়ার্ডে রাখা হলেও পরে তার পরিস্থিতির সামান্য অবনতি ঘটলে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। উডসল্যান্ড হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস মূলত একটি অটোইমিউন রোগ।
গত শুক্রবার ২৩ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়? হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে মাধবীর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল। ত্বকের প্রদাহের বিন্দুমাত্র লক্ষণ নেই, তবে আপাতত বিশ্রামেই থাকতে হবে তাকে ।
দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন মাধবী মুখোপাধ্যায়। এ ছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তার। সে জন্যই তাকে নিয়ে বাড়তি সতর্কে ছিলেন চিকিৎসকেরা। গত বছর এপ্রিল মাসে রক্তস্বল্পতাসহ একাধিক বার্ধক্যজনিত সমস্যার কারণে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাধবী।
মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী মুখোপাধ্যায়। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন মাধবী। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের সিনেমাতে কাজ করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ অভিনয় জীবনে অনেক সিনেমাতে কাজ করেছেন অভিনেত্রী, তবে বিশ্ব চলচ্চিত্র তাকে সবচেয়ে বেশি মনে করেছে সত্যজিৎ রায়ের ছবি ‘চারুলতা’ হিসেবে। কলকাতার বিনোদন অঙ্গনে তিনি ‘চারুলতা’ নামেই পরিচিত। এ ছাড়াও ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী।