দুই বাংলায় জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী বাংলাদেশি গীতিকবিদের কথা ও সংগীত পরিচালকদের আয়োজনে গান করেন প্রায়ই। এবারও গাইলেন। তার নতুন গানের নাম বরিষণ।
কেতন শেখের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন দেশের আরেক সংগীতশিল্পী জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিতব্য গানটিতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা।
গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় শাহরিয়ার আমার স্নেহের গীতিকবি, সংগীত পরিচালক। ওর লেখা ও সুরে আগেও গেয়েছি বেশ কয়েকবার।
‘এবার ওর সংগীতায়োজনে গাইলাম কেতনের লেখা ও সুরে। লেখাটা কবিতার মতো, গাইতে ভালো লেগেছে।’
কেতন শেখ বলেন, ‘নচিকেতা আমার স্বপ্নের শিল্পী। তার কণ্ঠে আমার গান একটা স্বপ্নপূরণ। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
‘বরিষণ’ নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘নচি দা আমার প্রিয় মানুষ, শিল্পী। উনার সাথে কাজে প্রতিবার ঋদ্ধ হই। এবারও তার ব্যতিক্রম হয়নি।’
চলতি মাসের শেষের দিকে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে। এ ছাড়াও শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাই, অ্যামাজনসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে।