প্রয়াত বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাক বাংলা সিনেমার এক সোনালি অর্জন, দর্শকের মন জয় করতে কী অভিনয় দক্ষতা দেখাতে হয় তার সবই ছিল তার কাছে, তিনি বুঝতেন তাদের মনের ভাষাও।
দর্শকের প্রতি রাজ্জাকের ভালোবাসা ও বোঝাপড়া কেমন ছিল তা বলতে গিয়ে তার ছেলে নায়ক বাপ্পারাজ বলেছেন, ‘আব্বা প্রায়ই একটা কথা বলতেন, দর্শকের তালি, সবাই হজম করতে পারে না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার দুপুরে এক পোস্টে এ কথা বলেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। মাঝেমধ্যে ফেসবুকে নানা ইস্যুতে কথা বলেন তিনি।
এর আগে ঢাকা-১৭ আসনের প্রয়াত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের আসনে কয়েকজনের মনোনয়ন চাওয়ার প্রসঙ্গ সামনে আসলে তাদের নিয়ে বাপ্পারাজ বলেছিলেন, ‘গুলশান আপনাদের চায় না।’
বাবার নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন বাপ্পারাজ। রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু। এর পর তিন দশকেরও বেশি সময়ের অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।
বাপ্পারাজ অভিনীত ত্রিভূজ প্রেমের ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। দর্শকের মন ভরিয়েছেন ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ সিনেমাগুলো দিয়ে। ‘পোড়ামন ২’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন বাপ্পারাজ।