বলিউড তারকা শাহরুখ খান যুক্তরাষ্ট্রে শুটিংয়ে গিয়ে আহত হয়েছেন এবং তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়।
বুধবার ওই খবরের সত্যতা যাচাই করে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আগেরদিন মঙ্গলবার একটি সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যমে শাহরুখের আহত হওয়ার খবর জানানো হয়।
ওইসব প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। নাকে চোট পেয়েছেন তিনি। করা হয়েছে অস্ত্রোপচার। তবে ঠিক কবে শাহরুখ আহত হন বা এ নিয়ে কিছুই বিস্তারিত জানানো হয়নি ওইসব সংবাদমাধ্যমে।
শাহরুখের ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানান, শাহরুখ খান এবং তার স্বাস্থ্য সম্পর্কে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
বুধবার ভোরে শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। আর সেই ফুটেজ ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখেই সন্দেহ হয় নেট-নাগরিকদের। সম্পূর্ণ সুস্থ লাগে কিং খানকে দেখে। এমনকি নাকে ছিল না কোনো ব্যান্ডেজ। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আব্রাম।
সেই ভিডিওতে এক ভক্ত মন্তব্য করেন, ‘নাকে একটা ব্যান্ডেজ নেই। একদম ফ্রেশ লাগছে দেখে। একেবারেই মনে হচ্ছে না কোনো চোট পেয়েছে।’
আরেকজনের মন্তব্য, ‘হাসতে দেখে কী যে খুশি হলাম। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। কাল থেকে মনটা খারাপ হয়ে ছিল।’
তৃতীয়জন লিখলেন, ‘স্যার আপনি শুধু সুস্থ থাকুন। আমি আর কিছুই চাই না।’
দীর্ঘ সাড়ে চার বছর পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। চলতি বছরের জানুয়ারিতে পাঠান দিয়ে ফেরেন তিনি। বক্স অফিসে বিশ্বব্যপী প্রায় ১ হাজার কোটির ব্যবসা করেছে এই সিনেমা।