অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘বিদায় মিতা চৌধুরী। আমাদের আবার দেখা হবে। অপেক্ষা শুধু সময়ের।’
দেশের প্রথিতযশা নাট্যশিল্পী মিতা চৌধুরীর মৃত্যু হয়েছে।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিতা চৌধুরীর মৃত্যুর তথ্য জানিয়েছেন।
সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’ তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে ছবি শেয়ার করেছেন।
তিনি লেখেন, ‘বিদায় মিতা চৌধুরী। আমাদের আবার দেখা হবে। অপেক্ষা শুধু সময়ের।’
মিতা চৌধুরী দেশের নাট্যাঙ্গনের বেশ পরিচিত মুখ। শিল্পের নানা মাধ্যমে কাজ করে গেছেন তিনি।