আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। তিনি তার দীর্ঘদিনের ম্যানেজারের দ্বারা প্রতারণার শিকার হন। এ ঘটনায় ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকা) খোয়ালেন রাশ্মিকা। যদিও বর্তমানে ওই ম্যানেজারকে বরখাস্ত করেছেন অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টা জানার পরই সেই ম্যানেজারকে বরখাস্ত করেন রাশ্মিকা। এই ম্যানেজার রাশ্মিকার ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে ছিলেন।
অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে জানান, রাশ্মিকাকে তার ম্যানেজার ৮০ লাখ রুপির প্রতারণা করেছেন। অভিনেত্রী এটা নিয়ে কোনো সিনক্রিয়েট করতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করে বিষয়টা মোকাবিলা করেছেন তিনি।
যদিও পুরো ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি রাশ্মিকা।
রাশ্মিকা মান্দানা বর্তমানে পুষ্পা: দ্য রুল ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্টের শুট করছেন। তার আসন্ন সিনেমার মধ্যে রয়েছে ‘অ্যানিমেল’। যেটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং এতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওল। ১১ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা।