বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাকিব নয়, ইধিকার প্রথম নায়ক সোহম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ জুন, ২০২৩ ১৩:২০

শোনা যাচ্ছে, অভিনেতা সোহম প্রযোজিত সিনেমায়ই ইধিকার প্রথম অভিনয়। বড় পর্দায় তার প্রথম নায়কও নাকি সোহম। যদিও এই সিনেমার কথা এখনও প্রকাশ্যে আসেনি।

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকা ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশে এ সিনেমা দিয়েই শুরু হচ্ছে তার যাত্রা, তবে এটিই নায়িকার প্রথম সিনেমা নয়।

পশ্চিমবঙ্গের কলকাতায় ইধিকা এরই মধ্যে একটি সিনেমায় সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করে ফেলেছেন বলে সূত্রের বরাতে বৃহস্পতিবার খবর দিয়েছে দেশটির দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ।

প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, অভিনেতা সোহম প্রযোজিত সিনেমায়ই ইধিকার প্রথম অভিনয়। বড় পর্দায় তার প্রথম নায়কও নাকি সোহম। যদিও এই সিনেমার কথা এখনও প্রকাশ্যে আসেনি।

এ প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউ কোনো কথা বলতে রাজি নন। ইধিকা আপাতত মন দিয়েছেন তার বাংলাদেশের সিনেমায়।

গত এপ্রিলের শেষের দিকে যখন প্রিয়তমা সিনেমার ঘোষণা এসেছিল, তখন থেকেই সবার আগ্রহ ছিল, কে হচ্ছেন এই সিনেমায় শাকিবের নায়িকা। অবশেষে পরিচালক হিমেল আশরাফ জানান, কলকাতার অভিনয়শিল্পী ইধিকা পালই ‘ঢালিউড সুপারস্টার’–এর নতুন নায়িকা।

আনন্দবাজার লিখেছে, শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডুর পর বাংলা সিরিয়ালের আরও এক অভিনেত্রী শুরু করেছেন বড় পর্দার যাত্রা। ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় জীবনের হাতেখড়ি হয় ইধিকা পালের। প্রথম সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গেলেও দ্বিতীয় সিরিয়াল ‘পিলু’-তে তাকে পার্শ্বচরিত্রে দেখেছেন দর্শক। এর পরই অভিনেত্রী পাড়ি দেন বাংলাদেশে।

প্রতিবেদেন বলছে, প্রথমে নাকি এই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল শবনম বুবলীর। কিন্তু বাদ পড়েন নায়িকা। এই ঘটনা নিয়েও বিস্তর জল্পনা।

শাকিব এবং বুবলীর ব্যক্তিগত সমস্যার কারণেই কি হাতছাড়া হয়ে গেল বুবলীর কাজ? তবে নায়ক জানিয়েছেন, কোনো ব্যক্তিগত সমস্যা নয়, চরিত্রের প্রয়োজনেই বাদ দেয়া হয় বুবলীকে। ‘প্রিয়তমা’ সিনেমা শাকিবের নতুন লুকের প্রশংসা করেছেন দর্শক।

এ বিভাগের আরো খবর