চিত্রনায়ক ও সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নায়ক ফেরদৌস।
ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে সম্প্রতি এই দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।
ফেরদৌস দুই দশকের ক্যারিয়ারে দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। চলচ্চিত্র জগতের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে নানা সময় সক্রিয় দেখা গেছে তাকে। তিনি ক্ষমতাসীন এ দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য।
চিত্রনায়ক ফারুকের আসনে ফেরদৌসের আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়ার সম্ভাবনা নিয়ে ফেসবুকে প্রথম প্রসঙ্গটি তোলেন আরেক নায়ক ওমর সানী। এর আগে বিনোদন জগতের আরও কয়েকজনের নামও এসেছে এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে। এর মধ্যে আছেন অভিনেতা সিদ্দিকুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারাও।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান চিত্রনায়ক ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।
সিদ্দিক নিজেই চালাচ্ছেন প্রচারণা, ফেরদৌসের সক্রিয় আছেন। আর আলমগীরের নাম তুলেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তবে আলমগীরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনও।
নায়ক ফেরদৌস বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন অনেক দিন ধরেই। এবার এ এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তিনি।