বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যাটরিনাকে নিয়ে মজার অভিজ্ঞতা ভিকির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জুন, ২০২৩ ১২:৪২

‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে নিউজ তাকের সঙ্গে কথোপকথনে ভিকি বলেন, ‘সবচেয়ে মজার অভিজ্ঞতা হয় যখন ও (ক্যাটরিনা) প্রতি সপ্তাহে বা প্রতি দু সপ্তাহে বাড়িতে একটা মিটিং করে। বাড়ির প্রতিটা কর্মচারীকে একত্রিত করে এবং বাড়ির বাজেট নিয়ে আলোচনা করে। কীভাবে, কোথায় টাকাপয়সা খরচ হচ্ছে সব কিছুর হিসাব নেয়। এটা একটা দুর্দান্ত জিনিস। আর যখন সেই আলোচনা হয়, আমি সেটা দারুণভাবে উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি।’

বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বেশ চুটিয়েই সংসার করছেন। ভিকি তার নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারের সময় সংসারের গোপন টুকটাক কথা ফাঁস করেছেন বারবার। এবার ভিকি যেমন জানালেন, পরিবারের কর্মচারীদের সঙ্গে সপ্তাহে একদিন করে মিটিং করেন এবং খরচের হিসাব নেন তার বউ ক্যাটরিনা কাইফ।

‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে নিউজ তাকের সঙ্গে কথোপকথনে ভিকি বলেন, ‘সবচেয়ে মজার অভিজ্ঞতা হয় যখন ও (ক্যাটরিনা) প্রতি সপ্তাহে বা প্রতি দু সপ্তাহে বাড়িতে একটা মিটিং করে। বাড়ির প্রতিটা কর্মচারীকে একত্রিত করে এবং বাড়ির বাজেট নিয়ে আলোচনা করে। কীভাবে, কোথায় টাকাপয়সা খরচ হচ্ছে সব কিছুর হিসাব নেয়। এটা একটা দুর্দান্ত জিনিস। আর যখন সেই আলোচনা হয়, আমি সেটা দারুণভাবে উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি।’

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আগে সম্পর্কের খবর ভুলেও সামনে আসতে দেননি ভিকি আর ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন তারা। দুই পরিবারের সদস্য আর খুব কাছের কিছু বন্ধুদের নিয়ে হয়েছিল সেই বিয়ের আয়োজন।

এ বিভাগের আরো খবর