বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবুধাবিতে প্রিয় অভিনেতার সঙ্গে ক্যামেরাবন্দি জয়া আহসান   

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ মে, ২০২৩ ১৬:০৯

জয়া আহসান বলেন, ‘বিজয় আমার প্রিয় অভিনেতা। আমি ওর ‘দাহাড়’ সিরিজটি দুই বার দেখেছি। আবুধাবিতে ওর সঙ্গে দেখা হয়। টনি দা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আমাদের পরিচয় করিয়ে দেন। পছন্দের অভিনেতাকে সামনে পেয়ে ভাবলাম ছবি তোলার সুযোগ মিস করা উচিত নয়। আমরা প্রায় দশ মিনিট কথা বলেছি।’

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২২তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার আসরে যোগ দিতে বলিউড তারকাদের মতো আবুধাবিতে গিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

আইফার অনুষ্ঠান থেকেই বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জয়া। তার সঙ্গে দেখা গেছে অনিরুদ্ধ রায় চৌধুরীকে, যিনি কিনা আবার জয়ার হিন্দি ডেবিউ ছবি ‘কড়ক সিং’-র পরিচালক। আইফা অনুষ্ঠানে জয়া নীল ব্লাউজের সঙ্গে ফিউশন শাড়ি পরেছেন। সঙ্গে গলায় পরেছিলেন দামি মুক্তা ও পাথরের গয়না। ধুতি স্টাইলে মসলিন শাড়িটি পরতে দেখা যায় জয়াকে।

এদিকে আইফার অনুষ্ঠানেই পছন্দের বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দেখা হয়ে গেলে তার সঙ্গে ক্যামেরাবন্দি হতেও ছাড়েননি জয়া। জয়ার পোস্টে সেই ছবিও ওঠে এসেছে।

সে বিষয়ে আনন্দবাজারকে জয়া আহসান বলেন, ‘বিজয় আমার প্রিয় অভিনেতা। আমি ওর ‘দাহাড়’ সিরিজটি দুই বার দেখেছি। আবুধাবিতে ওর সঙ্গে দেখা হয়। টনি দা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আমাদের পরিচয় করিয়ে দেন। পছন্দের অভিনেতাকে সামনে পেয়ে ভাবলাম ছবি তোলার সুযোগ মিস করা উচিত নয়। আমরা প্রায় দশ মিনিট কথা বলেছি।’

এ বিভাগের আরো খবর