বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হানসিকার নামে ‘ভুয়া’ খবর ভাইরাল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ মে, ২০২৩ ১১:২৮

অভিনেত্রী বলেছেন, আজ পর্যন্ত আমি কোনো ইনজেকশন নিইনি। আমার শরীরে কোনো ট্যাটু পর্যন্ত নেই। কারণ আমি ইনজেকশনকে ভয় পাই। আমার সম্পর্কে এই ধরনের ঘটনা যারা রটিয়েছে তারা আসলে আমাকে হিংসে করে।

ক্যারিয়ারের শুরুতে এক তরুণ অভিনেতার দ্বারা হয়রানির শিকার হওয়া নিয়ে যে খবর বেরিয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন তামিল ও তেলেগু সিনেমার অভিনেত্রী হানসিকা মোতওয়ানি।

এ ধরনের কোনো তথ্য সংবাদমাধ্যমকে তিনি দেননি বলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে জানিয়েছেন হানসিকা। বলেছেন, আমি এ ধরনের কথা কখনই বলিনি।

হিন্দুস্তান টাইমস বলছে, হানসিকা কস্টিং কাউচের শিকার হয়েছেন বলে সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। তার বক্তব্যে এমন দাবি এসেছে জানিয়ে এতে বলা হয়, ওই অভিনেতা বারবার হনসিকাকে জোর করতে থাকে ডেটিংয়ে বাইরে যাওয়ার জন্য।

প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাব স্পষ্টতই অস্বস্তিতে ফেলে দিয়েছিল অভিনেত্রীকে। তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ না করলেও, দিয়েছিলেন যোগ্য জবাব।

হানসিকার দাবি সাম্প্রতিক সময়ে এ রকম কোনো সাক্ষাৎকার তিনি দেননি। অভিনেত্রী লিখেছেন, ‘এই ধরনের কোট আমি কখনও দেইনি!!! এই সব আবর্জনা ছাপানো বন্ধ করুন।’

আরেক টুইটে তিনি নিউজ পোর্টালগুলোকে অনুরোধ করেন সামজিক যোগাযোগমাধ্যম থেকে এ রকম খবর নেয়া বন্ধ করতে এবং সত্যতা যাচাই না করে তা প্রকাশ না করতে।

তিনি লেখেন, ‘প্রকাশনা সংস্থার কাছে অনুরোধ যে কোনো খবর তুলে নেয়ার আগে তা ক্রস চেক করে নেয়ার। এখন যে ধরনের খবর ঘুরছে তা আমি কখনোই বলিনি। প্রকাশ করার আগে তাই ফ্যাক্ট চেক করে নিন।’

চলতি মাসের শুরুতে হানসিকা চেন্নাইতে পরিচালক ইগোরের তামিল সিনেমা ম্যান -এর শেষ শিডিউলের শুটিং শেষ করেছেন। তিনি একন ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করেছেন এতে।

এদিকে হানসিকার হরমোনাল ইঞ্জেকশন নেয়ার খবরটিও ভুয়া বলে দাবি করেন তিনি।

অভিনেত্রী বলেছেন, আজ পর্যন্ত আমি কোনো ইনজেকশন নিইনি। আমার শরীরে কোনো ট্যাটু পর্যন্ত নেই। কারণ আমি ইনজেকশনকে ভয় পাই। আমার সম্পর্কে এই ধরনের ঘটনা যারা রটিয়েছে তারা আসলে আমাকে হিংসা করে।

এ বিভাগের আরো খবর