বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুচির ব্যাগ নিয়ে ট্রল: যা বললেন আলিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ মে, ২০২৩ ১২:৪২

আলিয়ার পোশাক সকলের মনে ধরলেও সবকিছুকে ছাপিয়ে যায় তার হাতের স্বচ্ছ ব্যাগ। আলিয়ার পরনে ওইদিন ছিল কালো রঙের শর্ট ড্রেস, হাতে গুচি জ্যাকি ১৯৬১-র বিশেষ এডিশনের স্বচ্ছ ব্যাগ। আলিয়ার এই বহু মূল্যবান ব্যাগের কারণে ফের ট্রলের শিকার হন তিনি।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট একাধিক কারণে আজকাল শিরোনামে উঠে আসছেন। সম্প্রতি তাকে গুচির গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। আর সেই উপলক্ষে মঙ্গলবার আলিয়া দক্ষিণ কোরিয়ার সিউলে প্রথমবার হাজির হলেন গুচির অ্যাম্বাসেডর হিসেবে। ওখানে গুচির ক্রুজ শো ২০২৩ এ অংশ নিলেন আলিয়া ভাট।

আলিয়ার পোশাক সকলের মনে ধরলেও সবকিছুকে ছাপিয়ে যায় তার হাতের স্বচ্ছ ব্যাগ। আলিয়ার পরনে ওইদিন ছিল কালো রঙের শর্ট ড্রেস, হাতে গুচি জ্যাকি ১৯৬১-র বিশেষ এডিশনের স্বচ্ছ ব্যাগ। আলিয়ার এই বহু মূল্যবান ব্যাগের কারণে ফের ট্রলের শিকার হন তিনি।

ট্রান্সপ্যারেন্ট ব্যাগটি ছিল সম্পূর্ণ খালি। সেটা দেখেই চোখ কপালে নেটিজেনদের। কেউ ট্রল করেন, ‘আলিয়ার মাথার মতোই ব্যাগটাও ফাঁকা’।

আবার কেউ লিখেন, ‘ওটা ব্যাগ না পানির বোতল’।

নারীরা হাতে পার্স তো প্রয়োজনীয় জিনিস রাখতেই ব্যবহার করেন, হাতে খালি ব্যাগ রাখবার মানেটা কী? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।

অবশেষে এই ট্রেলের জবাব দিলেন আলিয়া ভাট। তাও একদম নিজের মতো করে।

আলিয়া ইনস্টাগ্রামে অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেন সঙ্গে ক্যাপশনে লিখেন, ‘হ্যাঁ, ব্যাগটা একদম ফাঁকাই ছিল’।

আলিয়ার শেয়ার করা ছবিতে কখনও চর্চিত ফাঁকা ব্যাগ হাতে পোজ দিতে দেখা যায় নায়িকাকে, আবার কখনও অনুষ্ঠানে উপস্থিত অপর তারকাদের সঙ্গে হ্যাং আউট করতে দেখা যায় বলিউডের এই নায়িকাকে।

ওইদিন আলিয়ার সাজ ছিল একদম অন্যমাত্রার। কালো রঙের শর্ট ড্রেসের সঙ্গে রুপালি রঙের দুল ঝলমল করছিল তার কানে। পায়ে পরেছিলেন কালো রঙের প্ল্যাটফর্ম হিল। মাঝখানে সিঁথি, চুলে পনিটেল। চোখে ন্যুড আই শ্যাডো, ব্ল্যাক আইলাইনার, কাজল, মাসকারার ব্যবহারে স্মোকি লুক দিয়েছিলেন নায়িকা। একদম হালকা মেকআপেই ওইদিন পাওয়া গেল আলিয়াকে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়াকে শেষ দেখা গিয়েছে সুপারহিট ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ তে। শীঘ্রই হলিউডে আত্মপ্রকাশ করবেন আলিয়া। নেটফ্লিক্সে মুক্তি পাবে তার ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’।

এ বিভাগের আরো খবর