বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও আওয়ামী লীগ নেতা আনজাম মাসুদ।
তিনি সোমবার সকাল ৯টা ৫১ মিনিটে ফেসবুকে এক পোস্টে লিখেন, “অবশেষে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ঘণ্টা দুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা-১৭ আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
নায়ক ফারুকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন নায়ক ফারুক। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯৪৮ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জে জন্ম হয় ফারুকের। তার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে পুরান ঢাকায়।
পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ফারুক সবার ছোট।
ফারুক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান ও ছেলে রওশন হোসেন।