বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিণীতি রাঘবের বাগদানে আসছেন কি প্রিয়াঙ্কা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ মে, ২০২৩ ১১:০৯

বাগদান অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে শনিবার বিকেল ৫টা থেকে। শিখ রীতি অনুযায়ী তা সম্পন্ন হবে। অনুষ্ঠানটি শুরু হবে সুখমনি সাহেব পাঠের মাধ্যমে এবং সন্ধ্যা ৬টায় আরদাসের মাধ্যমে। অনুষ্ঠানে রাঘব ও পরিণীতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

বলিউড অভিনেত্রী পরিণীতির সঙ্গে পাঞ্জাব থেকে আসা রাজ্যসভার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য রাঘব চাড্ডার বাগদান আজ বিকেলেই। আপাতত সেজে উঠেছে দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউস। যদিও মুখ বন্ধই রেখেছে দুই পরিবার। এ দিকে একটি ফ্যানপেজ থেকে প্রিয়াঙ্কার একটি সেলফি শেয়ার করা হয়েছে। যেটি অভিনেত্রী তুলেছেন লন্ডন এয়ারপোর্টে এক ব্যক্তির সঙ্গে। যা থেকে ধারণা করা হচ্ছে, কাজিনের বাগদানে যোগ দিতেই ভারতে আসছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বেইজ রঙের পোশাক আর একটা টুপি পরেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। একেবারেই নো মেকআপ লুকে। ছবিটা শেয়ার করে ওই ভক্ত লিখেছেন, ‘প্রি (প্রিয়াঙ্কা) লন্ডনে।’

ছবিটির প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, ‘তাহলে সত্যিই কাজিনের বাগদানে যোগ দিতে ভারতে ফিরছেন।’

আরেকজন লিখলেন, ‘আমার মনে হয় ভারতে ফেরার ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন।’

তৃতীয়জন লিখলেন, ‘হ্যাপি জার্নি’।

রাঘবের বাড়ি সাজানোর তোরজোড় শুরু হয়েছে শুক্রবার থেকে। আলো আর ফুল দিয়ে সাজানো হয়েছে বাইরের চত্বর। এমনকি, পরিণীতির মুম্বাইয়ের বাড়িও বৃহস্পতিবার রাত থেকেই আলোয় সেজে উঠেছিল।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাগদান অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে শনিবার বিকেল ৫টা থেকে। শিখ রীতি অনুযায়ী তা সম্পন্ন হবে। অনুষ্ঠানটি শুরু হবে সুখমনি সাহেব পাঠের মাধ্যমে এবং সন্ধ্যা ৬টায় আরদাসের মাধ্যমে। অনুষ্ঠানে রাঘব ও পরিণীতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রিয়াঙ্কা ছাড়াও তারকা হিসেবে নিমন্ত্রিত থাকার কথা রয়েছে করণ জোহরেরও।

রাঘব চাড্ডা ও পরিণীতির সম্পর্ক নাকি কলেজে পড়ার সময় থেকেই। তারা লন্ডনে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে তখন ছিল বন্ধুত্ব, পরে সেটাই অন্য রূপ নেয়। শোনা যাচ্ছে, এখন বাগদান হলেও বিয়ে হবে অক্টোবরে। বিদেশ নয়, বরং দেশেই হবে শুভানুষ্ঠান। খুব সম্ভবত রাজস্থানই থাকবে ভেনু। শোনা যাচ্ছে কাজিনের বিয়েতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও।

এ বিভাগের আরো খবর