বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলিয়ার সঙ্গে কি দ্বন্দ্ব চলছে দীপিকার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মে, ২০২৩ ১০:৪০

আলিয়ার সাফল্যে দীপিকার হিংসা নিয়ে চর্চা আরও বেড়ে যায়, যখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যান্টি আলিয়া ভাট অ্যাকাউন্ট ফলো করতে শুরু করেন। দীপিকার এই কাজ চাপা থাকেনি। তার এমন কাণ্ডে রেগে যান আলিয়ার ভক্তরা।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার মেট গালায় ডেবিউ করেছেন। নেপালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং-এর ডিজাইন করা মুক্তাখচিত গাউনে রেড কার্পেটে দেখা গেছে আলিয়াকে। ফ্যাশন উদযাপনে মেট গালায় থাকেন নামী দামী তারকা। আর এবার ভারত থেকে সেখানে আমন্ত্রিত ছিলেন আলিয়া ভাট। শুধু বলিউড নয়, হলিউডেও এবার যে ডেবিউ করতে চলেছেন আলিয়া। এদিকে শোনা যাচ্ছে আলিয়ার এই উত্থানে নাকি জ্বলে পুড়ে মরছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এতোদিন দীপিকা পাড়ুকোনকে নিয়েই বেশি আলোচনা হতো, তবে এবার বলিউড থেকে হলিউড, সর্বত্রই আলিয়াকে নিয়ে আলোচনা, আর সেটাই নাকি বিশেষ মানতে পারছেন না, রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা। মেট গালায় আলিয়ার ডেবিউয়ের দিনই দীপিকা নিজের অস্কারের ব্যাক স্টেজের ছবি শেয়ার করেন। আর তাতেই অনেকেই অনুমান করতে থাকেন দীপিকা হয়তো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ দিকে আলিয়ার সাফল্যে দীপিকার হিংসা নিয়ে চর্চা আরও বেড়ে যায়, যখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যান্টি আলিয়া ভাট অ্যাকাউন্ট ফলো করতে শুরু করেন। দীপিকার এই কাজ চাপা থাকেনি। তার এমন কাণ্ডে রেগে যান আলিয়ার ভক্তরা।

যদিও পরে ভুল বুঝতে পরে দীপিকা সেই অ্যাকাউন্ট আনফলো করে দেন। তবে দীপিকার পদক্ষেপ ঘিরে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে গেছে।

কেউ লিখেছেন, ‘উনি ভালো অভিনেত্রীও নন, ভালো মানুষও নন।’

কারোর কথায়, ‘আসলে বনশালি প্রযোজনা সংস্থা থেকে দীপিকা বাদ পড়েছেন, সেখানে আলিয়া পৌঁছে গিয়েছেন।’

দীপিকার উদ্দেশে কারোর প্রশ্ন, ‘আলিয়ার ডেবিউয়ের দিনই কেন আপনি অস্কারের ব্যাকস্টেজে নিজের ছবি পোস্ট করেছেন।’

কারোর কথায়, ‘এরই নাম নিরাপত্তাহীনতা।’

এদিকে দীপিকার একটি ফ্যানপেজের দাবি, ‘উনি না জেনেশুনেই আলিয়া বিরোধী অ্যাকাউন্ট ফলো করেছিলেন। কারণ আমার মেসেজের পরই উনি সেটি আনফলো করে দেন।’

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এই সমালোচনা, চর্চা সবটাই হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, এ বিষয়ে দীপিকা বা আলিয়া কেউই কোনো মন্তব্য করেননি।

এ বিভাগের আরো খবর