ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের কনসার্ট পুলিশের বাধায় পণ্ড হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, বেঁধে দেয়া সময়ের পর কনসার্টটি চালানোয় সেটি বন্ধ করে দেয়া হয়।
এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোববার পুনের রাজা বাহাদুর মিলসে এআর রহমানের এ কনসার্টটিকে কেন্দ্র করে অনেক লোকের সমাগম হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, ১০টার বেশি বেজে যাওয়ায় পুলিশ সদস্যরা মঞ্চে উঠে এআর রহমান ও অন্যান্য শিল্পী এবং আয়োজকদের কনসার্ট থামানোর জন্য বলছেন। এ নিয়ে পুনের বান্ডগার্ডেন থানার পরিদর্শক সন্তোষ পাতিল বলেন, ১০টা পর্যন্ত কনসার্ট চালানোর অনুমতি ছিল। আমরা গিয়ে এআর রহমান ও অন্যান্য শিল্পীদের বলি কনসার্ট বন্ধ করতে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
এদিকে সোমবার এক টুইট বার্তায় ৫৬ বছর বয়সী এআর রহমান কনসার্ট আয়োজনের জন্য পুনের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, তবে সেখানে তিনি এ ঘটনার কথা উল্লেখ করেননি। এআর রহমানের এক সহযোগী বলেন, পুলিশ অস্কারজয়ী সঙ্গীত পরিচালককে এভাবে না বলে আয়োজকদেরকে গিয়ে অনুষ্ঠান থামানোর কথা বলতে পারত।