টালিউড অভিনেত্রী তথা সংসদ সদস্য নুসরাত জাহান ধরা দিলেন একদম অন্য মেজাজে। ফিরে গেলেন নিজের ছেলেবেলার দিনগুলোয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা আচার বিক্রেতার কাছ থেকে আচার কিনে খেলেন অভিনেত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে নুসরাত লিখেন, ‘ছেলেবেলার দিনগুলোতে ফিরে গেলাম। গরমের দুপুরের কথা মনে পড়ছে যখন আলুকাবলি, তেঁতুলের আচার আর দাদুর ভালোবাসা পাওয়া যেত। এটার থেকে ভালো আর কীই বা হতে পারে। সহজ, সাদামাটা জিনিসই জীবনে সবচেয়ে বেশি আনন্দ বয়ে আনে। আমার জীবন ধন্য হলো।’
অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করলেন তার প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী।
তিনি এ পোস্টে কমেন্ট করেন, ‘সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম।’
কৌশানি মুখোপাধ্যায় লিখেন, ‘এখন আমার এই আচারের প্রয়োজন।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত জাহান তার ‘শিকার’ ছবিটির কাজে ব্যস্ত। এই ছবিতে তার সঙ্গে যশ দাশগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে।