বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক দশক আগের আলাপের আর্বিভাব কেন এই সময়ে: আশফাক নিপুণ

  •    
  • ২৬ এপ্রিল, ২০২৩ ২০:৩৫

ঢাকার এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে প্রশংসায় ভাসছেন অনেকে। কেউ কেউ করছেন সমালোচনাও। ফেসবুকে কেউ লিখেছেন, আশফাক নিপুণ যে ঘটনা দেখিয়েছেন তা বাস্তবতাবর্জিত।

‘দুইটা কথা মনে রাখবা’, ডায়লগ দেয়া ওসি হারুন অর্থাৎ মোশাররফ করিমকে আবারও ফিরিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় সিজন ‘মহানগর ২’ এসেছে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে।

ঢাকার এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে প্রশংসায় ভাসছেন অনেকে। কেউ কেউ করছেন সমালোচনাও। ফেসবুকে কেউ লিখেছেন, আশফাক নিপুণ যে ঘটনা দেখিয়েছেন তা বাস্তবতাবর্জিত।

‘মহানগর ২’–এর সমালোচনার পাশাপাশি আশফাক নিপুণের ব্যক্তিগত জীবন মতাদর্শ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। প্রায় এক দশক বা তার আগে পরে এই নির্মাতার বেশ কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে কড়া সমালোচনা করছেন তারা।

সরকারবিরোধী ও বিরোধী দলের সমর্থক আখ্যা দিয়ে নিপুণের বিচারও চাইছেন কেউ কেউ। এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেননি নির্মাতা। তবে সমাাজিক যোগাযোগমাধ্যমে বুধবার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি।

এই সময়ে এসে কেন এক দশক আগের কিছু আলাপের নতুন আবির্ভাব ঘটল তা নিয়ে ফেসবুকে প্রশ্ন তুলেছেন এই নির্মাতা।

তিনি লিখেছেন, ‘এক দশকেরও পুরনো আলাপ। এক দশক আগে আপনার, আমার, আমাদের প্রত্যেকের আচরণে, ভাব প্রকাশে যে উত্তেজনা, বয়সের আর সময়ের সাথে সাথে সেটা আরো পরিশীলিত হয়, ঠিক যেমন উত্তাল সমুদ্রের ঢেউও একসময় শান্ত হয়।’

এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীকে উদ্দেশ্য করে আশফাক নিপুণ আরও লেখেন, ‘এর বেশি কিছু বলার নাই। হয়ত আপনিও বুঝবেন কেন এক দশক আগের কিছু আলাপের নতুন আবির্ভাব কেন ঘটল এই সময়ে।’

সম্প্রতি হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় সিজন ‘মহানগর ২’। ৯ পর্বের এই সিজনে দেখা যায়, বিশেষ কোনো বাহিনীর হাতে কোনো এক কক্ষে বন্দি ওসি হারুন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে দীর্ঘ সময় নিয়ে।

একটি থানায় থাকার সময় এক যুবককে আটক করা নিয়ে ওসি হারুনের নানা ঘটনা এসে যায় সামনে। সঙ্গে প্রভাবশালী আফনান চৌধুরীর ঘটনা তো আছেই। আটক থাকার সময় ওসি হারুনের বিরুদ্ধে প্রশ্ন ওঠে নানা কিছু নিয়ে। শেষ পর্যন্ত গোপন ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। এর পর? এরপর অবশ্য আনাকাঙিক্ষত পরিণতি অপেক্ষা করে তার জন্য।

এর আগে ২০২১ সালে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মহানগর’। প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও ছিলেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মমসহ বেশ কয়েকজন। এবার এতে অনেকেই নেই, তবে যুক্ত হয়েছেন কয়েকজন।

ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি, আরিয়ানা জামানের মতো অভিনেতা-অভিনেত্রীরা আছেন এ সিজনে। এবারের বড় চমক পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য।

এ বিভাগের আরো খবর