বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঠোঁট রেখে কেন মাহিরার নাকে চুমু দিয়েছিলেন শাহরুখ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ এপ্রিল, ২০২৩ ১৩:৪৩

মাহিরা বলেন, ‘আমার ভয় ছিল পর্দায় যাতে এমন কিছু না করি, যা অতিরিক্ত মনে হয়। শাহরুখকে বলেই দিয়েছিলাম যে তুমি আমাকে চুম্বন করতে পারবে না। তাই শেষে ঠোঁটের পরিবর্তে ঠিক হয় নাকে নাকেই হবে চুম্বন।’

বরাবরই বলিউড তারকা শাহরুখ খানের ভক্ত পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। জুটিবদ্ধ হয়ে তারা অভিনয় করেছেন ‘রইস’ সিনেমায়।

সিনেমাটির ‘জ়ালিমা’ গানে মাহিরাকে শাহরুখের চুমু খাওয়ার দৃশ্য রয়েছে। তবে এই গানের শুটিং চলাকালীন শাহরুখের চুম্বনে বেজায় আপত্তি ছিল মাহিরার। শেষে বাধ্য হয়ে নায়িকার ঠোঁটের বদলে নাকে চুম্বন আঁকেন বলিউড বাদশা।

কী কারণে এ ঘটনা ঘটেছিল, তা নিয়ে মুখ খোলেননি এতদিন কেউই। তবে এবার এক সাক্ষাৎকারে মাহিরা বিয়ষটি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

মাহিরা বলেন, ‘আমার ভয় ছিল পর্দায় যাতে এমন কিছু না করি, যা অতিরিক্ত মনে হয়। শাহরুখকে বলেই দিয়েছিলাম যে তুমি আমাকে চুম্বন করতে পারবে না। তাই শেষে ঠোঁটের পরিবর্তে ঠিক হয় নাকে নাকেই হবে চুম্বন।’

তবে অভিনেত্রীর এই আপত্তির কথা জানতে পেরে তকে নিয়ে নাকি বেশ ঠাট্টা করেন শাহরুখসহ পুরো ‘রইস’ টিমের সদস্যরা।

২০১৭ সালে মুক্তি পায় ‘রইস’। এতে শাহরুখ খানের নায়িকা ছিলেন মাহিরা। এই একটি সিনেমায় কাজ করেন দুজনে। তার পর ভারত-পাকিস্তান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আঁচ এসে পড়ে বিনোদন জগতে।

পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ নিষিদ্ধ হয় এক পর্যায়ে। তবে ভবিষ্যতে সুযোগ পেলে ফের শাহরুখের সঙ্গে কাজ করতে চান মাহিরা।

এ বিভাগের আরো খবর