বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন একা একা ভুটানের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন যেন প্রকৃতির সৌন্দর্যেই নিজেকে হারিয়ে ফেলেছেন।
ভুটান সফরের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা। যা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানান আলোচনা।
শেষ মুক্তি পাওয়া সিনেমা হাজার কোটির ওপর ব্যবসা করেছে। এরপরই আবার রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। যদিও তারপর নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে রণবীরের হাত ধরেই গিয়েছেন অভিনেত্রী। তবে জানা যায়, ভুটানে দীপিকা গিয়েছেন সোলো ট্রিপে।
‘ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন’ বলা হয় ভুটানকে। হ্যাশট্যাগে সে কথা লিখে একের পর এক ছবি আপলোড করেছেন দীপিকা। কখনও তাকে নির্জন বনে বসে থাকতে দেখা যাচ্ছে, কখনও আবার মেঠো পথ ধরে হাঁটছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি খাবারও চেখে দেখেছেন দীপিকা। সেই ছবি আপলোড করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। কিন্তু এ ছবিতে রণবীর সিংয়ের তেমন কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য নেই।