বলিউড অভিনেত্রী সারা আলি খান তার বিয়ে নিয়ে সম্প্রতি মজাদার বেশ কিছু উত্তর দিলেন। তিনি সাফ সাফ বললেন যে তিনি এমন কাউকে খুঁজছেন যিনি একই সঙ্গে অন্ধ এবং পাগল। একইসঙ্গে অভিনেত্রী জানান, যতই বিয়ের ব্যাপারে ইন্টারেস্টেড হন না কেন এটা তার বিয়ের জন্য সঠিক সময় নয় বলেই মনে করেন তিনি।
এই ছবির প্রমোশনে গিয়েই নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান সারা। এই ছবিতে তার সঙ্গে চিত্রাঙ্গদা সিং, বিক্রান্ত মাসে, প্রমুখ। সারা জানান তার প্ল্যান এখন অপেক্ষা করা। কিছু বছর আগে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্তিক এবং সারা নাকি প্রেম করছেন। লাভ আজকাল ছবি করার সময় কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম জমে উঠেছিল । সম্প্রতি তিনি আবার জানান যে, তিনি আবার কার্তিকের সঙ্গে কাজ করতে হলে আপত্তি করবেন না।
দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা। সেখানেই শেহনাজ গিল তাকে নানা বিষয়ে প্রশ্ন করেন। সারা তাকে জানান তিনি এখনও মনের মানুষ খুঁজে পাননি।
সারা মজা করে বলেন, ‘না এখনও পাইনি। আমার একজন অন্ধ পাগলকে খুঁজতে হবে যে আমায় বিয়ে করবে। আসলে যে বুদ্ধিমান হবে তার সঙ্গে আমার বিয়ে হলে সে আমায় সহজেই চিনে ফেলবে আর পালিয়ে যাবে।’
এরপর শেহনাজ যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি বিয়ে করার জন্য আগ্রহী কিনা তখন সারা বলেন, ‘হ্যাঁ অবশ্যই। কিন্তু সব কিছুই হয় সঠিক সময়ে। আমার জন্য এখনও সেই সময় আসেনি।’
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে শোনা যাচ্ছিল ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি সারার একটি সম্পর্ক আছে। যদিও তিনি বা শুভমন সেই বিষয়ে প্রকাশ্যে কিছুই বলেননি।