ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে এবার পুলিশের ভূমিকায়। সঙ্গে থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।
৮০-এর দশকের রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত রাজনৈতিক থ্রিলার ঘরনার সিনেমা ‘শিবপুর’-এ দেখা যাবে এমন দৃশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার নিজের নতুন সিনেমার খবর জানালেন পরমব্রতই। অফিসিয়াল পোস্টার শেয়ার করেছেন তিনি।
তিনি লিখেছেন, ২০২৩ সালের আসছে শিবপুর। শিবপুরের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এলো। এই গ্রীষ্মেই মুক্তি পাচ্ছে ছবিটি।
পরমব্রতর শেয়ার করা ছবিতে তাকে পুলিশের পোশাকে দেখা যাচ্ছে। সঙ্গে কালো রোদচশমা। অন্যদিকে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার পরনে সাদা শাড়ি। তিনি হাত জড়ো করে রয়েছেন।
তাদের দুজনের ঠিক নিচে দেখা যাচ্ছে একটি পুলিশের জিপ দাঁড়ানো আর তার আশেপাশের বাড়ি, ঘর, টায়ার সব জ্বলছে দাউ দাউ করে। শিবপুর লেখাটার মধ্যে দেখা যাচ্ছে রক্তের দাগ। ফলে এখানে যে অ্যাকশন, রক্তপাত, ইত্যাদি দেখা যাবে সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে।
হিন্দুস্তান টাইমস জনিয়েছে, সিনেমাটি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। পরমব্রত এবং স্বস্তিকা ছাড়াও এখানে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, মমতা শঙ্কর, প্রমুখকে। প্রযোজনা করেছে ইন্দো আমেরিকানা প্রোডাকশন। সিনেমা মুক্তি পেতে চলেছে ৫ মে।
এক ভক্ত লিখেছেন, অরিন্দম ভট্টাচার্যের ছবি মানেই আলাদা কিছু হতে চলেছে।