বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বই প্রকাশের আগে পরিবার নিয়ে কী বার্তা দিলেন শাহরুখপত্নী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ মার্চ, ২০২৩ ২১:৪১

স্ট্যাটাসে গৌরি লিখেন, ‘পেঙ্গুইন ইন্ডিয়ার কফি টেবিলের বইটি নিয়ে উচ্ছ্বসিত…শিগগিরই আসছে।’

পেছনে নিয়ন আলো। দরজার বাম পাশে কন্যা সুহানা। ডানে পুত্র আরিয়ান। মাঝে শিশুপুত্র আব্রামকে জড়িয়ে অভিনেতা স্বামী শাহরুখ। তার পাশে হাস্যোজ্জ্বল গৌরি খান। সুহানা বাদে সবার জামার প্রায় পুরোটাই কালো।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড পেজে এমন একটি ছবি প্রকাশ করেন চলচ্চিত্র প্রযোজক ও ফ্যাশন ডিজাইনার গৌরি।

বাংলাদেশ সময় রোববার বেলা ৪টা ৫২ মিনিটে প্রকাশিত ছবিটির ক্যাপশনে গৌরি লিখেন, ‘ফ্যামিলি ইজ হোয়াট মেকস আ হোম’, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় পরিবারই ঘর বানায়।

ছবিটির আশপাশ দেখে গৌরির স্ট্যাটাসের অর্থ করা যায়, পরিবারই ঘরের শোভা।

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘পেঙ্গুইন ইন্ডিয়ার কফি টেবিলের বইটি নিয়ে উচ্ছ্বসিত…শিগগিরই আসছে।’

এতে হ্যাশট্যাগ দিয়ে ‘গৌরি খান ডিজাইনস’ ও শিগগিরই প্রকাশ হতে যাওয়া বই ‘মাই লাইফ ইন ডিজাইন’ লিখেন শাহরুখপত্নী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছবিটিতে লাইক পড়ে ৪৩ হাজারের বেশি। এতে কমেন্ট পড়ে প্রায় ১ হাজার।

কমেন্টে অনেকেই ছবিটির প্রশংসা করে বলিউড বাদশাহর পরিবারের জন্য শুভকামনা জানান।

চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি দুই দশক ধরে ইন্টেরিয়র ডিজাইনে যুক্ত ৫২ বছর বয়সী গৌরি খান। তার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’। ছবিগুলো প্রযোজনা করেছে শাহরুখ খানকে নিয়ে গড়া গৌরির প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

মুকেশ আম্বানি, রবার্তো কাভালি ও রালফ লরেনের মতো বিখ্যাত ব্যক্তিদের পাশাপাশি ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাটের মতো বলিউড তারকাদের ইন্টেরিয়র ডিজাইন করেছেন গৌরি। ২০১৮ সালে ফরচুন ম্যাগাজিনের ৫০ শীর্ষ প্রভাবশালী নারীর তালিকায় ছিলেন তিনি।

ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজ জীবনের বিভিন্ন দিক ও আবাসস্থল ‘মান্নাত’ নিয়ে গৌরি লিখেছেন ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামের বইটি, যেটি প্রকাশ করেছে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যানডম হাউস।

এ নিয়ে ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে গৌরি জানান, যে লাইব্রেরিতে বসে শাহরুখের বেশিরভাগ সময় কাটে কিংবা যে জায়গায় কাজের পর ঘরের সবাই একত্রিত হন, বড় পরিসরে তা তুলে ধরা হয়েছে বইটিতে। পাশাপাশি মান্নাতের এমন কিছু ছবি বইতে ছাপা হয়েছে, যা দেখেননি অনেকে।

এ বিভাগের আরো খবর